সজ্জনের মুক্তিতে প্রতিবাদ দিল্লিতে, বন্ধ মেট্রো

১৯৮৪-এর শিখ দাঙ্গায় অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমারের বেকসুর খালাসের প্রতিবাদে রাস্তায় নামল দিল্লি। প্রতিবাদকারীদের মধ্যে বেশীরভাগই দাঙ্গার শিকার হওয়া পরিবারগুলির সদস্য। গতকাল কারকাডুমার বিশেষ সিবিআই আদালত সজ্জন কুমারকে ১৯৮৪-র দাঙ্গা সংক্রান্ত মামলায় মুক্তি দেয়।

Updated By: May 1, 2013, 03:40 PM IST

১৯৮৪-এর শিখ দাঙ্গায় অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমারের বেকসুর খালাসের প্রতিবাদে রাস্তায় নামল দিল্লি। প্রতিবাদকারীদের মধ্যে বেশীরভাগই দাঙ্গার শিকার হওয়া পরিবারগুলির সদস্য। গতকাল কারকাডুমার বিশেষ সিবিআই আদালত সজ্জন কুমারকে ১৯৮৪-র দাঙ্গা সংক্রান্ত মামলায় মুক্তি দেয়।
বুধবার তিলক নগর পুলিস স্টেশনের কাছে বেশকিছু মানুষ বিক্ষোভ দেখান। তাঁদেরই কয়েকজন সুভাষ নগর মেট্রো স্টেশনে ঢুকে লাইনে নেমে পড়ে। ফলে মেট্রো কতৃপক্ষ স্টেশন বন্ধ করে দিতে বাধ্য হয়। প্রতিবাদ জানানো হয় জম্বু-পাঠানকোট জাতীয় সড়কেও। সকালে রাস্তা অবরোধ করে ইউপিএ সরকারের বিরুদ্ধে মুখর হন প্রতিবাদকারীরা।
দিল্লি ক্যান্টনমেন্ট অঞ্চলে ৮৪-এর দাঙ্গায় খুন, ডাকাতি, দাঙ্গা সংগঠিত করা, হিংসায় উস্কানি এবং সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট করার মত গুরুতর অভিযোগ আনা হয়েছিল সজ্জন কুমারের বিরুদ্ধে। সব কটি অভিযোগ থেকেই মুক্তি দেওয়া হয়েছে তাঁকে।
নানাবতী কমিশনের রিপোর্টের ভিত্তিতে সজ্জন কুমারের বিরুদ্ধে ২০০৫ সালে মামলা দায়ের হয়। ২০১০-এর জানুয়ারিতে সিবিআই সজ্জন কুমারের বিরুদ্ধে দুটি চার্জশিট পেশ করে।

.