তিন রাজ্যে ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্যে ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের তিনটি আসনেও উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে,  ত্রিপুরায় বিধানসভা ভোট ১৪ ফেব্রুয়ারি। মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট হবে ২৩ ফেব্রুয়ারি।

Updated By: Jan 11, 2013, 09:15 PM IST

উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্যে ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের তিনটি আসনেও উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে,  ত্রিপুরায় বিধানসভা ভোট ১৪ ফেব্রুয়ারি। মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট হবে ২৩ ফেব্রুয়ারি।
পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ২৩ ফেব্রুয়ারি। ভোট  হবে  নলহাটি, ইংলিশবাজার ও রেজিনগর কেন্দ্রে। মিজোরাম, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের একটি করে আসনেও উপনির্বাচন হবে একই দিনে। অসম, বিহার ও মেঘালয়ের ১টি করে আসনে উপনির্বাচন হবে ২৪ ফেব্রুয়ারি।  উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি।  সবকয়টি ক্ষেত্রেই ফল ঘোষণা ২৮ ফেব্রুয়ারি।   

.