নিরাপত্তা বাহিনীতে ৫৪,৯৫৩ খালি পদ, আবেদন করা ‌যাবে মাধ্যমিক পাশ হলেই

ওইসব বাহিনীতে পুরুষদের জন্য রয়েছে ৪৭,৩০৭টি খালি পদ। মহিলাদের জন্য ৭,৬৪৬টি।     

Updated By: Jul 22, 2018, 05:00 PM IST
নিরাপত্তা বাহিনীতে ৫৪,৯৫৩ খালি পদ, আবেদন করা ‌যাবে মাধ্যমিক পাশ হলেই

নিজস্ব প্রতিবেদন: আধাসেনা সহ দেশের নিরাপত্তা বাহিনীতে বিপুল চাকরির সু‌যোগ। এনিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন। মোট শূন্যপদের সংখ্যা ৫৪,৯৫৩।

কোন কোন বাহিনীতে লোক নেওয়া হবে

উপ‌যুক্ত প্রার্থীদের নেওয়া হবে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, অসম রাইফেলস-এ। শূন্যপদের বেশিরভাগই সিআরপিএফ-এ। এই আধা সামরিক বাহিনীতে খালি রয়েছে ২১,৫৬৬টি পদ।

আরও পড়ুন-পুলিসকর্মীর দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে কাশ্মীরে ৩ জঙ্গিকে খতম করল সেনা

আবেদন করতে পারবেন মহিলারাও

ওইসব বাহিনীতে পুরুষদের জন্য রয়েছে ৪৭,৩০৭টি খালি পদ। মহিলাদের জন্য ৭,৬৪৬টি।     

আবেদনের যোগ্যতা

কয়েকটি ব্যতিক্রম ছাড়া মাধ্যমিক পাশ প্রার্থীরা ওইসব পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮-২৩ বছর। বেতনক্রম ২১,৭০০-৬৯,১০০ টাকা।

আরও পড়ুন-বিছানায় মিলল বাবা-মায়ের রক্তাক্ত দেহ, পাশে ঘুমাচ্ছে ২ সন্তান

কীভাবে পরীক্ষা নেওয়া হবে

প্রার্থীদের লিখিত, শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। থাকতে হবে নির্দিষ্ট শারীরিক মাপজোক। এছাড়াও রয়েছে মেডিক্যাল টেস্ট।

আবেদনের শেষ তারিখ

আবেদন করার শেষ তারিখ ২০ অগাস্ট ২০১৮।

স্টাফ সিলেকশন কমিটির এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর ব্যাটালিয়ন সংখ্যা বাড়ানোর জন্যই নতুন করে লোক নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সংকেতের পরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

.