এটিএম দুষ্কৃতীকে খুঁজতে সাহায্য করুন আপনিও

বেঙ্গালুরুর এক এটিএম কিয়স্কে ঢুকে মহিলাকে আক্রমণ করার ঘটনার সিসিটিভি প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে আলোড়ন। এটিএমের মধ্যে ওই সশস্ত্র দুষ্কৃতীর তাণ্ডব সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখানো হয় বিভিন্ন টিভি চ্যানেল ও ওয়েবসাইটে।

Updated By: Nov 20, 2013, 03:35 PM IST

বেঙ্গালুরুর এক এটিএম কিয়স্কে ঢুকে মহিলাকে আক্রমণ করার ঘটনার সিসিটিভি প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে আলোড়ন। এটিএমের মধ্যে ওই সশস্ত্র দুষ্কৃতীর তাণ্ডব সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখানো হয় বিভিন্ন টিভি চ্যানেল ও ওয়েবসাইটে।
সেই দুষ্কৃতীর খোঁজে এখন হন্যে হয়ে ঘুরছে পুলিস। কিন্তু সেই দুষ্কৃতীর খোঁজ মিলছে না। এটিএমে হামলায় দুষ্কৃতী এখনও অধরাই।
এদিকে এটিএমে দুষ্কৃতী হামলায় জখম মহিলার অবস্থা আপাতত স্থিতিশীল৷আক্রান্ত ৩৮ বছরের জ্যোতি উদয় এখন বেঙ্গালুরুর বিজিএস গ্লোবাল হাসপাতালের আইসিইউতে ভর্তি৷তবে তাঁর শরীরের ডান দিক পক্ষাঘাতগ্রস্থ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিত্‍সকরা৷
আপনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে সেই দুষ্কৃতীকে খুঁজতে সাহায্য করুন। ২৪ ঘণ্টা ডট কম-এর ফেসবুক প্রোফাইলে সেই দুষ্কৃতীর ছবি শেয়ার করুন সবাইকে। যাতে সেই দুষ্কৃতী ধরা পড়তে সাহায্য করা যায়। কে বলতে পারে আপনার শেয়ার করা সেই ছবিই হত পুলিসের সাহায্যে লাগল।
এটিএম থেকে ঢিল ছোড়া দূরত্বে থানা থাকলেও কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে৷ পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ওই এটিএমে কেন কোনও নিরাপত্তরক্ষী ছিলেন না, তা নিয়েও সরব বেঙ্গালুরুর মানুষ৷

.