স্পেন সেরা হলেন মেসিরা

আজ রাতে মাঠে নামার আগেই লা লিগা চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সেলোনা। এস্প্যানিয়লের সঙ্গে রিয়াল মাদ্রিদ ড্র করার ফলে শনিবার রাতেই লিগ খেতাব নিশ্চিত করে ফেলেন মেসিরা। গত পাঁচ বছরের মধ্যে চারবার লা লিগা জিতল বার্সা। এই নিয়ে ২২বার লিগ খেতাব জিতল স্পেনের এই চ্যাম্পিয়ন দলটি। শনিবার লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ম্যাচ শেষ করে এস্প্যানিয়লের সঙ্গে।

Updated By: May 12, 2013, 05:03 PM IST

আজ রাতে মাঠে নামার আগেই লা লিগা চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সেলোনা। এস্প্যানিয়লের সঙ্গে রিয়াল মাদ্রিদ ড্র করার ফলে শনিবার রাতেই লিগ খেতাব নিশ্চিত করে ফেলেন মেসিরা। গত পাঁচ বছরের মধ্যে চারবার লা লিগা জিতল বার্সা। এই নিয়ে ২২বার লিগ খেতাব জিতল স্পেনের এই চ্যাম্পিয়ন দলটি। শনিবার লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ম্যাচ শেষ করে এস্প্যানিয়লের সঙ্গে।
শনিবার রাতে কার্যত দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন হোসে মোরিনহো। খেলার ২২ মিনিটে ক্রিশ্চিয়ান টুয়ানির গোলে এগিয়ে যায় এস্প্যানিয়ল। বিরতির পর মোরিনহো মাঠে নামান রোনাল্ডোকে। পর্তুগিজ তারকা মাঠে আসতেই ম্যাচে ফেরে রিয়াল। লুকা মদ্রিচের ফ্রিকিক থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান গঞ্জালো হিগুয়েন।

.