পুণেতে পাঠরত বাঙালি ছাত্রের মৃত্যু

পুণেতে পড়তে গিয়ে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারে। গতবছর সোলার সিস্টেম নিয়ে গবেষণার জন্য পুণে যায় আলিপুরদুয়ারের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ্র সরকার। ন্যাশনাল কেমিক্যাল ল্যাবের হোস্টেলে থেকে পড়াশুনা করত ওই ছাত্র। 

Updated By: Jan 26, 2013, 11:47 AM IST

পুণেতে পড়তে গিয়ে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারে। গতবছর সোলার সিস্টেম নিয়ে গবেষণার জন্য পুণে যায় আলিপুরদুয়ারের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ্র সরকার। ন্যাশনাল কেমিক্যাল ল্যাবের হোস্টেলে থেকে পড়াশুনা করত ওই ছাত্র। 
ছাত্রের পরিবার জানিয়েছে, ২২ জানুয়ারি রাতে ফোনে বাবা মার সঙ্গে শেষবার কথা বলে শুভ্র। ২৩ জানুয়ারি তাঁরা জানতে পারেন শুভ্রর দুর্ঘটনা ঘটেছে। পরে আবার হোস্টেল থেকে ফোন করে জানানো হয় আত্মহত্যা করেছে ওই ছাত্র। পড়াশুনায় রেষারেষির জেরেই শুভ্র সরকারকে খুন করা হয়েছে বলে দাবি করেছে ছাত্রের পরিবার।

.