উপ- মুখ্যমন্ত্রীর পদ দিলে নীতীশকে সমর্থনে রাজি জিতন

Updated By: Feb 9, 2015, 12:11 PM IST
উপ- মুখ্যমন্ত্রীর পদ দিলে নীতীশকে সমর্থনে রাজি জিতন

 

ওয়েব ডেস্ক: বিহারে রাজনৈতিক সঙ্কট কাটার মুখে। আজই মুখ্যমন্ত্রী পদের জন্য পুনরায় আবেদন জানাবেন নীতীশ কুমার। তাঁর অনুগামী বিধায়কদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দুপুরে দেখাও করবেন জেডিইউ প্রধান। অন্যদিকে কিছুটা হলেও সুর নরম করলেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী জিতন রাম মাঞ্জি। তাঁর দাবি, নীতীশ মন্ত্রিসভায় উপ-মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হলে তবেই তিনি ইস্তফা দেবেন এবং নীতীশ কুমারকে সমর্থন করবেন।

তবে জিতন মাঞ্জির কথা শোনা হবে কিনা, সেব্যাপারে জেডিইউয়ের তরফে কিছু জানানো হয়নি। ২৪৩ আসনের বিহার বিধানসভায় সরকার গড়তে দরকার ১২২টি আসন। এই মুহূর্তে জেডিইউয়ের বিধায়ক সংখ্যা ১১৫। তাঁদের সমর্থন করবে ২৪ জন আরজেডি বিধায়ক এবং পাঁচ কংগ্রেস বিধায়ক। লোকসভা ভোটে বিহারে জেডিইউয়ের ভরাডুবির দায় মাথায় নিয়ে গত বছর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। তাঁর নির্দেশেই কুর্সিতে বসেন জিতন মাঞ্জি।

.