বিজেপির লক্ষ্য ২৭২টি লোকসভা আসন

আসন্ন লোকসভা নির্বাচনে ২৭২টি আসনে বিজয়ী হওয়াই লক্ষ্য ভারতীয় জনতা পার্টির। রবিবার নির্বাচনের লক্ষ্য স্থির করল বিজেপি। এদিন দিল্লিতে একটি দলীয় কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা ঘোষণা করেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। দলের নির্বাচনি `মিশন` আলোচনা করছিলেন রাজনাথ।

Updated By: Aug 18, 2013, 08:48 PM IST

আসন্ন লোকসভা নির্বাচনে ২৭২টি আসনে বিজয়ী হওয়াই লক্ষ্য ভারতীয় জনতা পার্টির। রবিবার নির্বাচনের লক্ষ্য স্থির করল বিজেপি। এদিন দিল্লিতে একটি দলীয় কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা ঘোষণা করেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। দলের নির্বাচনি `মিশন` আলোচনা করছিলেন রাজনাথ।
কর্মসুচি থেকে বেড়িয়ে দলের মুখপাত্র প্রকাশ জাভরেকর জানান, " উনি (রাজনাথ সিং) বলেন, ২৭২টি আসনে জয়ী হওয়াই আমাদের লক্ষ্য।" বিজেপি একাই এই জয়ের লক্ষ্যে পৌঁছতে পারবে বলে দাবি করেছেন জাভরেকর। এই প্রচার বার্তা মানুষের কাছে তুলে ধরার জন্য দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনাথের আজকের বক্তব্যে উঠে এসেছে কেন্দ্র সরকারের ব্যর্থতার প্রসঙ্গও। তাঁর অভিযোগ, দেশের অর্থনীতি হোক বা সীমান্ত, উভয় ক্ষেত্রেই নিরাপত্তা বজায় রাখতে ব্যার্থ হয়েছে ইউপিএ নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।
এদিনের সভায় বড় চমক ছিলেন গুজারত মুখ্যমন্ত্রী তথা দলের নির্বাচনী কমিটির মুখ নরেন্দ্র মোদী। এছাড়াও অরুণ জেটলি ও সুষমা স্বরাজরা উপস্থিত ছিলেন।

.