এনসিপি ও শিবসেনাকে ছাড়াই সম্ভবত মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে বিজেপি

এনসিপি ও শিবসেনাকেই ছাড়াই সম্ভবত মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে বিজেপি। ১২ জন বিজয়ী নির্দল প্রতিনিধির সমর্থন নিয়েই মহারাষ্ট্রের তখতে বসতে চায় মোদীর দল।

Updated By: Oct 21, 2014, 01:12 PM IST
এনসিপি ও শিবসেনাকে ছাড়াই সম্ভবত মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে বিজেপি

মুম্বই: এনসিপি ও শিবসেনাকেই ছাড়াই সম্ভবত মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে বিজেপি। ১২ জন বিজয়ী নির্দল প্রতিনিধির সমর্থন নিয়েই মহারাষ্ট্রের তখতে বসতে চায় মোদীর দল।

এর আগে মহারাষ্ট্রে সরকার গড়ার স্নায়ুর লড়াইয়ে শিবসেনার ওপর চাপ আরও বাড়িয়েছিল বিজেপি। আজ শিবসেনার সঙ্গে মধ্যস্থতা করতে মুম্বই যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের। কিন্তু, রাজনাথ জানিয়েছেন, দীপাবলির আগে তাঁর মুম্বই যাওয়ার ভাবনা নেই।  

অন্যদিকে, শিবসেনা জানিয়েছে দুর্নীতিগ্রস্থ নেতাদের আড়াল করার লক্ষ্যেই এনসিপি বিজেপির সঙ্গে জোট গড়তে চাইছে।

বিজেপির দিকে হাত বাড়াতে দেরি করেই কি নিজেদের বিপদ বাড়ালো শিবসেনা? মহারাষ্ট্রের জোট সমীকরণ দেখে অন্তত সেটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। তাদের মতে, বিজেপির প্রতি প্রকাশ্যে জোট-বার্তা না পাঠিয়ে গোঁ ধরাই কাল হল উদ্ভব ঠাকরের। আর তার ফলেই অন্যান্য ছোট ছোট আঞ্চলিক দলের সঙ্গে হাত মিলিয়ে সরকার তৈরির তোড়জোর শুরু করেছেন বিজেপি নেতারা।

.