লোকসভা নির্বাচনের গেমপ্ল্যানের প্রস্তুতি সারল বিজেপি

২০১৪ লোকসভা নির্বাচনের জন্য নিজেদের গেম প্ল্যান ছকে ফেলল বিজেপি। প্রচার কমিটির অংশ হিসাবে ঘোষণা করল ২০টি ভিন্ন কমিটির। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রত্যেক কমিটির দায়িত্বে থাকছেন বিজেপির বিশিষ্ট নেতারা। পনের সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে গুজরাত মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, পার্টি প্রেসিডেন্ট রাজনাথ সিং, ভেঙ্কাইয়া নাইডু, নিতীন গড়করি, অরুণ জেটলি ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা

Updated By: Jul 19, 2013, 09:08 PM IST

২০১৪ লোকসভা নির্বাচনের জন্য নিজেদের গেম প্ল্যান ছকে ফেলল বিজেপি। প্রচার কমিটির অংশ হিসাবে ঘোষণা করল ২০টি ভিন্ন কমিটির। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রত্যেক কমিটির দায়িত্বে থাকছেন বিজেপির বিশিষ্ট নেতারা। পনের সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে গুজরাত মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, পার্টি প্রেসিডেন্ট রাজনাথ সিং, ভেঙ্কাইয়া নাইডু, নিতীন গড়করি, অরুণ জেটলি ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা
কয়েকটি কমিটি নিম্নলিখিত
ম্যানিফেস্টো কমিটি: মুরলী মনোহর যোশী
বৈদ্যুতিন মিডিয়া ও সংবাদপত্রে প্রচার কমিটি : দায়িত্বে সুষমা স্বরাজ, অরুণ জেটলি, অমিত শাহ ও ডঃ সুধাংশু ত্রিবেদী।
বিশেষ সম্পর্ক কল্যাণ কমিটি (এই কমিটির ক্যাডারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে): নিতীন গড়করি, সিপি ঠাকুর, জয়কর জৈন, মুরদুলা সিনহা, কলরাজ মিশ্র, কিরণ মহেশ্বরি
উত্তর-পূর্বাঞ্চল অভিযান কমিটি (ওই অঞ্চলে বিশেষ প্রচারের জন্য): এস এস আলুওয়ালিয়া, তাপির গাওন, পদ্মনাভ আচার্য, কিরণ রিজ্জু
আইন বিষয়ক ও নির্বাচন কমিশন সম্পর্কিত কমিটি: সতপল জৈন, ভুপেন্দ্র যাদব
ইনফরমেশন কমুউনিকেশন কমিটি (ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপ): পীয়ুষ গোয়েল
ক্রমবর্ধমান ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা কমিটি: অমিত শাহ, নভজৎ সিং সিধু, ত্রিবেন্দ্র রাওয়াত, পূজা মহাজন
প্যামফ্লেটস, বুকলেট কমিটি: বলবীর পাঞ্জের নেতৃত্বে এই কমিটিতে থাকছেন প্রভাত ঝা, বিনয় সহস্রবুদ্ধি।
যোগাযোগ ব্যবস্থা কমিটি: মুখতার আব্বাস নখভি, অনিল জৈন।

.