ব্রাজিল ম্যাচ নিয়ে তৈরি হল ধোঁয়াশা

ব্রাজিল ম্যাচ নিয়ে ধোঁয়াশা তৈরি হল ফেডারেশনের পাঠানো চিঠিতে। ২২ নভেম্বর ব্রাজিল ম্যাচের উদ্যোক্তাদের পাঠানো চিঠিতে ফেডারেশন জানিয়েছে,এই ম্যাচ আয়োজন করার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন আর লাতিন আমেরিকান ফুটবল ফেডারেশনের সম্মতি লাগবে। সেই সম্মতি আসার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এএফসি আর ফিফার কাছে এই ম্যাচের ছাড়পত্রের জন্য আবেদন করবে। সব সম্মতি আসার পরই ফেডারেশন ম্যাচের ব্যাপারে সবুজ সংকেত দেবে।

Updated By: Nov 27, 2012, 10:06 PM IST

ব্রাজিল ম্যাচ নিয়ে ধোঁয়াশা তৈরি হল ফেডারেশনের পাঠানো চিঠিতে। ২২ নভেম্বর ব্রাজিল ম্যাচের উদ্যোক্তাদের পাঠানো চিঠিতে ফেডারেশন জানিয়েছে,এই ম্যাচ আয়োজন করার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন আর লাতিন আমেরিকান ফুটবল ফেডারেশনের সম্মতি লাগবে। সেই সম্মতি আসার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এএফসি আর ফিফার কাছে এই ম্যাচের ছাড়পত্রের জন্য আবেদন করবে। সব সম্মতি আসার পরই ফেডারেশন ম্যাচের ব্যাপারে সবুজ সংকেত দেবে।
 
ফেডারেশনের পাঠানো চিঠিতে উদ্যোক্তাদের সম্পর্কেও বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। ২২ নভেম্বর ফেডারেশনের চিঠি পাওয়ার পর উদ্যোক্তারা এখনও কোনও উত্তর দেননি। ৮ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হওযার কথা। প্রসঙ্গত, আগামী ৮ ডিসেম্বর যুবভারতীতে ব্রাজিল মাস্টার্সের হয়ে খেলতে নামবেন রবার্তো কার্লোস , দুঙ্গা এবং বেবেতোর মতো এক ঝাঁক প্রাক্তন বিশ্বকাপার এমনই খবর প্রকাশিত হয়। এই দলের অন্যরা হলেন - জিনহো , এডমিলসন , ভায়োলা , মাওরো সিলভা , জুনিনহো , সিজার , জেট্টি এবং আলদেয়ার৷ ৭ ডিসেম্বর তারকারা কলকাতায় আসার কথা ছিল৷ বিপক্ষে অল স্টার দলের হয়ে খেলবেন কলম্বিয়ার দুই প্রাক্তন তারকা ফুটবলার কার্লোস ভালদেরামা এবং রেনে হিগুয়েতা৷ সঙ্গে ব্যারেটো , ভাইচুং , দীপেন্দুর মতো ভারতীয় ফুটবলে পরিচিত মুখ৷

.