প্রকাশিত CBSE-র ক্লাস টুয়েলভের রেজাল্ট, ৯৯.৬% পেয়ে প্রথম নয়ডার রক্ষাগোপাল

প্রকাশিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা CBSE-র ক্লাস টুয়েলভের রেজাল্ট। মোট ১১ লাখ পরীক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছিল। গোটা দেশের প্রতিটি জোনেই একসঙ্গে এই রেজাল্ট বেরিয়েছে। www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in এই তিনটি ওয়েব সাইটের মাধ্যমে তাদের রেজাল্ট জানা যাচ্ছে।

Updated By: May 28, 2017, 02:31 PM IST
প্রকাশিত CBSE-র ক্লাস টুয়েলভের রেজাল্ট, ৯৯.৬% পেয়ে প্রথম নয়ডার রক্ষাগোপাল
প্রথম স্থানাধিকারী রক্ষাগোপাল

 ওয়েব ডেস্ক : প্রকাশিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা CBSE-র ক্লাস টুয়েলভের রেজাল্ট। মোট ১১ লাখ পরীক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছিল। গোটা দেশের প্রতিটি জোনেই একসঙ্গে এই রেজাল্ট বেরিয়েছে। www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in এই তিনটি ওয়েব সাইটের মাধ্যমে তাদের রেজাল্ট জানা যাচ্ছে।

এবার CBSE-েত পাশের হার কমে ৮২%। প্রথম হয়েছে কলা বিভাগ থেকে। ৯৯.৬% পেয়ে প্রথম নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলের রক্ষাগোপাল। দ্বিতীয় হয়েছে চণ্ডীগড়ের ভূমি সাওয়ান্ত (৯৯.৪%)। তৃতীয় চণ্ডীগড়ের মন্নত লুথরা ও আদিত্য লেনা (৯৯.২%)।

 কীভাবে রেজাল্ট দেখা যাবে?
www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in- এই তিনটি ওয়েব সাইটের মধ্যে যে কোনও একটিতে গিয়ে
১) ক্লিক করতে হবে-CBSE Class 12 result 2017
২) তারপর সেখানে নির্দিষ্ট স্থানে নিজের রোল নম্বর দিতে হবে
৩) তারপর 'Submit'-এ ক্লিক করতে হবে

.