মান্নান-গৌতম জোট বৈঠক, কংগ্রেসের হাত ধরতে রাজি নয় কেরল লবি, চাপে বঙ্গ সিপিআইএম

বাম-কংগ্রেস জোট নিয়ে ঐকমত্য হল না সিপিএমের পলিটব্যুরোয়। টানা ৬ ঘণ্টা বৈঠকের পরেও, একমত হতে পারেনি কেরল লবি ও বেঙ্গল লবি। কংগ্রেসের সঙ্গে জোটের তীব্র বিরোধিতা করেছে কেরল লবি। আজ সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে। ওই বৈঠকেই জোট নিয়ে সিদ্ধান্ত হতে পারে। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কাল কেন্দ্রীয় কমিটির বৈঠকেই ঠিক হতে পারে বাংলায় জোট কোন পথে!   

Updated By: Feb 17, 2016, 08:49 AM IST
মান্নান-গৌতম জোট বৈঠক, কংগ্রেসের হাত ধরতে রাজি নয় কেরল লবি, চাপে বঙ্গ সিপিআইএম

ওয়েব ডেস্ক: বাম-কংগ্রেস জোট নিয়ে ঐকমত্য হল না সিপিএমের পলিটব্যুরোয়। টানা ৬ ঘণ্টা বৈঠকের পরেও, একমত হতে পারেনি কেরল লবি ও বেঙ্গল লবি। কংগ্রেসের সঙ্গে জোটের তীব্র বিরোধিতা করেছে কেরল লবি। আজ সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে। ওই বৈঠকেই জোট নিয়ে সিদ্ধান্ত হতে পারে। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কাল কেন্দ্রীয় কমিটির বৈঠকেই ঠিক হতে পারে বাংলায় জোট কোন পথে!   

সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠকের আগের দিনই অবশ্য গৌতম দেবের বাড়িতে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। জোট জল্পনা উস্কে দিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করছেন দুই নেতা। এর আগে শ্যামল চক্রবর্তীর সঙ্গেও কথা প্রদেশ কংগ্রেস হয়েছে মান্নানের।

.