সংসদে বিরোধী ঝাঁঝ কমাতে চিন-কাশ্মীর নিয়ে আগাম বৈঠকের পথে কেন্দ্র

Updated By: Jul 14, 2017, 06:11 PM IST
সংসদে বিরোধী ঝাঁঝ কমাতে চিন-কাশ্মীর নিয়ে আগাম বৈঠকের পথে কেন্দ্র

ওয়েব ডেস্ক: সোমবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে চিন কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার জন্য বিরোধীদের বৈঠকে ডাকল কেন্দ্র। আজ রাজনাথ সিংয়ের বাড়িতে বৈঠক হবে। থাকবেন সুষমা স্বরাজও। চিন ও কাশ্মীরের পরিস্থিতি কী? দুই ইস্যুতে কী পদক্ষেপ করছে সরকার? এ সব বিরোধীদের বুঝিয়ে বলবেন রাজনাথ-সুষমা। সংসদের অধিবেশন যাতে সুষ্ঠুভাবে চলে এবং ভবিষ্যতে চিন-কাশ্মীরে সরকারি নীতি নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, সেই লক্ষ্যেই সরকারের এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। কাশ্মীর নিয়ে আগেও বিরোধীদের বৈঠকে ডেকেছে সরকার। কিন্তু, চিন নিয়ে আলোচনার জন্য এমন বৈঠক কার্যত নজিরবিহীন।

.