দিল্লি-জয়পুর হাইওয়েতে রাসায়নিক ট্যাঙ্কারে বিস্ফোরণ, মৃত ১০

দিল্লি-জয়পুর হাইওয়েতে রাসায়নিক ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০। গুরুতর আহত ১২। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা।

Updated By: Dec 14, 2014, 03:47 PM IST
 দিল্লি-জয়পুর হাইওয়েতে রাসায়নিক ট্যাঙ্কারে বিস্ফোরণ, মৃত ১০

জয়পুর: দিল্লি-জয়পুর হাইওয়েতে রাসায়নিক ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০। গুরুতর আহত ১২। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা।

জয়পুর থেকে ৪০ কিলোমিটার দূরে চান্দওয়াজির কাছে দূর্ঘটনাটি ঘটে।

এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী ৮ নম্বর জাতীয় সড়কে একটি দূর্ঘটনা ঘটে। কয়েকটি গাড়ির  মধ্যে সংঘর্ষ হয়। তখনই অন্য দিক থেকে একটি রাসায়নিক ভর্তি ট্যাঙ্কার আচমকা গতিতে এসে ধাক্কা মারে। নিমেশে আগুন লেগে যায় গাড়িগুলিতে। ট্যাঙ্কারটিতে বুটনিল ছিল বলে জানা গিয়েছে।

আগুনের তীব্রতা এতটা ভয়াবহ ছিল যে, রাস্তার আরও কয়েকটা গড়িতে আগুন লেগে যায়।

 

.