চেন্নাইয়ের বৃষ্টি দেখে নাসাও অবাক, রেকর্ড ভাঙল তাদেরও!

ডিসেম্বরের প্রথম দিন সকাল সাড়ে সাতটা থেকে পরের ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে বৃষ্টি হয়েছিল ৩৩০ মিলিমিটার। নাসার তথ্য অনুযায়ী এটাই তামিলনাড়ুতে গত ১০০ বছরে সবথেকে বেশি বৃষ্টি বলা হয়েছে। এই বিষয়ে নাসা তাদের ব্লগে একটি লেখাও পোস্ট করে। উপগ্রহ থেকে তথ্যের ভিত্তিতে ভারতের উপর একটি চলন্ত ম্যাপও প্রকাশ করেছে নাসা।

Updated By: Dec 9, 2015, 05:06 PM IST
চেন্নাইয়ের বৃষ্টি দেখে নাসাও অবাক, রেকর্ড ভাঙল তাদেরও!

ওয়েব ডেস্ক: ডিসেম্বরের প্রথম দিন সকাল সাড়ে সাতটা থেকে পরের ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে বৃষ্টি হয়েছিল ৩৩০ মিলিমিটার। নাসার তথ্য অনুযায়ী এটাই তামিলনাড়ুতে গত ১০০ বছরে সবথেকে বেশি বৃষ্টি বলা হয়েছে। এই বিষয়ে নাসা তাদের ব্লগে একটি লেখাও পোস্ট করে। উপগ্রহ থেকে তথ্যের ভিত্তিতে ভারতের উপর একটি চলন্ত ম্যাপও প্রকাশ করেছে নাসা।
একমাসের উপর টানা বৃষ্টিতে তামিলনাড়ুতে মারা গিয়েছেন আড়াইশোরও বেশি মানুষ। একটা সময় একেবারে দ্বীপের আকার নিয়েছিল চেন্নাই। বিচ্ছন্ন হয়ে গিয়েছিল সভ্য সমাজ থেকে। সড়ক, রেল তো বটেই এমনকী বিমান চলাচলও বন্ধ হয়ে গিয়েছলি। এখন অবস্থার সামান্য উন্নতি হলেও, তা মানুষের সাধারণ বসবাসের পক্ষে একেবারেই অযোগ্য।

 

.