সিআইডির নিশানায় বিরোধীদলের নেতারাও

গৌতম দেবের পর এবার সুজন চক্রবর্তী। গৌতম দেবের বাড়িতে গিয়েছিল সিআইডির চিঠি। সুজনের বাড়িতে গেল এসআইটির চিঠি। সিপিআইএমের দুই শীর্ষ নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য পুলিস। সিপিআইএমের অভিযো

Updated By: Jun 19, 2013, 10:28 PM IST

গৌতম দেবের পর এবার সুজন চক্রবর্তী। গৌতম দেবের বাড়িতে গিয়েছিল সিআইডির চিঠি। সুজনের বাড়িতে গেল এসআইটির চিঠি। সিপিআইএমের দুই শীর্ষ নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য পুলিস। সিপিআইএমের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুলিসকে রাজনৈতিক হাতিয়ার করছে। তাই তারাও রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে সিআইডি বা এসআইটির জেরার।  
বুধবার সকালে আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে বসেন সিপিআইএম শীর্ষ নেতারা। তাঁরা সিদ্ধান্ত নেন শুক্রবার সিআইডি জেরার মুখোমুখি হবেন গৌতম দেব। সিপিআইএম জানতে চায় সিআইডির ঠিক কীকী প্রশ্ন রয়েছে।
 
বুধবারই স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের চিঠি যায় সিপিআইএমের আর এক নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে। রাজ্য সরকার এই সিট তৈরি করেছে সারদা কাণ্ডের তদন্তে। চিঠি পাওয়ার খবর পেয়ে সুজনের কটাক্ষ, সারদা কাণ্ডে জড়িত অনেক তৃণমূল নেতা,মন্ত্রীর নাম জানেন তিনি। এসআইটিকে সেইসব তথ্য দিয়ে সাহায্য করবেন তিনি।   
সম্প্রতি সিবিআইকে কেন্দ্র রাজনৈতিক হাতিয়ার করছে বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করার কয়েক মাসের মধ্যেই অভিযোগ উঠল সিআইডিকেও মনমোহন সিং সরকারের মতোই ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

.