ইয়াকুব মেমনের ফাঁসির বিরুদ্ধে টুইটে বিতর্কিত মন্তব্য শশী থারুরের

ইয়াকুব মেমনের ফাঁসির বিরুদ্ধে মুখ খুলে ফের বিতর্কে কংগ্রেস নেতা তথা সাংসদ শশী থারুর। ইয়াকুবের ফাঁসিকে তিনি ঠাণ্ডা মাথায় প্রাণদণ্ড হিসেবেই দেখছেন। তাঁর মতে , ঠাণ্ডা মাথায় পরিকল্পিত ফাঁসি কোথাও কোনও সন্ত্রাসবাদী হানা রুখতে পারেনি। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বশক্তি সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে বলে টুইটে মন্তব্য করেছেন থারুর।

Updated By: Jul 30, 2015, 10:56 AM IST
ইয়াকুব মেমনের ফাঁসির বিরুদ্ধে টুইটে বিতর্কিত মন্তব্য শশী থারুরের

ওয়েব ডেস্ক: ইয়াকুব মেমনের ফাঁসির বিরুদ্ধে মুখ খুলে ফের বিতর্কে কংগ্রেস নেতা তথা সাংসদ শশী থারুর। ইয়াকুবের ফাঁসিকে তিনি ঠাণ্ডা মাথায় প্রাণদণ্ড হিসেবেই দেখছেন। তাঁর মতে , ঠাণ্ডা মাথায় পরিকল্পিত ফাঁসি কোথাও কোনও সন্ত্রাসবাদী হানা রুখতে পারেনি। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বশক্তি সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে বলে টুইটে মন্তব্য করেছেন থারুর।

 

এদিকে, মেমনের ফাঁসির পরেও থামছে না বিতর্ক। বাইশ বছর পর ন্যায়বিচার পেলেন মুম্বই বিস্ফোরণে ক্ষতিগ্রস্থদের পরিবার। প্রতিক্রিয়া বিজেপির।
বিচারব্যবস্থার জয় হল। মুম্বই বিস্ফোরণের মূলচক্রী ইয়াকুব মেমনের ফাঁসি প্রসঙ্গে মন্তব্য শিবসেনা নেতা সঞ্জয় রাউতের।

ভোর ছটা পঁয়ত্রিশে নাগপুর জেলে ফাঁসি হল ১৯৯৩ মুম্বই বিস্ফোরণে অন্যতম চক্রী ইয়াকুব মেমনের। কিন্তু এই চরম সাজা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি, সিপিআইয়ের মত দলগুলি।

.