সিঙ্গুর দিবসে সভা করার অনুমতি পেল না প্রদেশ কংগ্রেস

আজ তৃণমূল কংগ্রেসের সিঙ্গুর দিবস। বিডিও অফিসে সভা করবে তৃণমূল কংগ্রেস। কিন্তু কংগ্রেসের সভার অনুমতি না দেওয়ায় পুলিস প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে প্রদেশ কংগ্রেস। প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা আবদুল মান্নান।

Updated By: Sep 25, 2012, 09:19 AM IST

আজ তৃণমূল কংগ্রেসের সিঙ্গুর দিবস। বিডিও অফিসে সভা করবে তৃণমূল কংগ্রেস। কিন্তু কংগ্রেসের সভার অনুমতি না দেওয়ায় পুলিস প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে প্রদেশ কংগ্রেস। প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা আবদুল মান্নান।
২০০৬ সালের এই দিনেই বিডিও অফিসে চেক বিলি বন্ধ করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিডিও অফিসেই সারা রাত ধরনায় বসেছিলেন মমতা বন্দোপাধ্যায়। সেই থেকেই এই দিনটিকে সিঙ্গুর দিবস হিসাবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। এবারও বিডিও অফিসে একটি সভার আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের শীর্ষ নেতারা।

.