মহারাষ্ট্রে পুরসভার নির্বাচনে বিজেপিকে ধুয়ে দিল কংগ্রেস

Updated By: Oct 13, 2017, 12:04 AM IST
মহারাষ্ট্রে পুরসভার নির্বাচনে বিজেপিকে ধুয়ে দিল কংগ্রেস

ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের নান্দেড়-বাঘালায় পুরসভার নির্বাচনে বিজেপিকে ধুয়ে দিল কংগ্রেস। ৮১টির মধ্যে ৬১টি আসন পেয়েছে রাহুল গান্ধীর দল। বিজেপি পেয়েছে মাত্র চারটি। শিবসেনা একটি।  

নান্দেড় কংগ্রেসের শক্ত ঘাঁটি। মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বানের গড় নান্দেড়। দুদশক ধরে এই পুরসভাটি কংগ্রেসের দখলে। ২০১৪ সালে মহারাষ্ট্রে ক্ষমতা দখল করে বিজেপি। বৃহন্মুম্বই পুরসভাতেও তারা ভাল ফল করেছে। এবার নান্দেড় পুরসভাতেও পরিবর্তনের আশা করেছিল তারা। জোরদার প্রচারও করেছিল শিবির। তবে কংগ্রেস গড় বাঁচাতে সক্ষম হল।  

তবে মহারাষ্ট্রে এখনও সবচেয়ে বড় দল বিজেপিই। গতবছর থেকে ১৬টি পুরসভা নির্বাচন হয়েছে সে রাজ্যে। তার মধ্যে ১২টিই বিজেপির দখলে গিয়েছে। বৃহন্মুম্বই পুরসভাতেও শিবসেনাকে টেক্কা দিয়েছিল তারা। বিজেপি পেয়েছিল ৮২টি আসন। শিবসেনা পেয়েছিল ৮৪টি। উপনির্বাচনে একটি আসন জিতেছে বিজেপি। পুরসভায় তাদের প্রতিনিধির সংখ্যা বেড়ে হয়েছে ৮৩। 

আরও পড়ুন, গুজরাটে মোদীকে সুবিধা করে দিয়েছে কমিশন, অভিযোগ কংগ্রেসের

.