শুধু মাদ্রাজ হাইকোর্ট নয়, আগেও এদেশে ধর্ষণ নিয়ে বিতর্কিত রায়, এক ঝলক

ধর্ষণ মামলায় বেনজির রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। অভিযুক্তকে শাস্তি না দিয়ে মিটমাটের দাওয়াই শুনিয়েছে আদালত। তবে এমন উদাহরণ নতুন নয়। এরআগেও বেশকিছু আদালতের রায়ে রয়েছে এমন নজির।

Updated By: Jul 2, 2015, 08:42 PM IST
শুধু মাদ্রাজ হাইকোর্ট নয়, আগেও এদেশে ধর্ষণ নিয়ে বিতর্কিত রায়, এক ঝলক

ব্যুরো: ধর্ষণ মামলায় বেনজির রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। অভিযুক্তকে শাস্তি না দিয়ে মিটমাটের দাওয়াই শুনিয়েছে আদালত। তবে এমন উদাহরণ নতুন নয়। এরআগেও বেশকিছু আদালতের রায়ে রয়েছে এমন নজির।

ধর্ষণ মামলায় মাদ্রাজ হাইকোর্টের মিটমাটের দাওয়াই খারিজ করেছে দেশের শীর্ষ আদালত। তবে এঘটনা নতুন নয়। এরআগেও ধর্ষণ মামলায় আদালতের এধরণের নির্দেশের নজির আছে।

গ্রাফিক্স
মুম্বই হাইকোর্ট
১১ জুন, ২০১৫
বিয়ে করেই বিবাদ নিষ্পত্তির রায় দেয় মুম্বই হাইকোর্ট

এলাহাবাদ হাইকোর্ট
১৬ জুলাই, ২০০৮
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস,তারপর প্রতিশ্রুতিভঙ্গ,ধর্ষণের মামলা রুজু অভিযোগকারিনীর
ঝগড়া মিটমাট করে দুপক্ষকেই সম্পর্ক মেরামত করে নেওয়ার নির্দেশ আদালতের

হরিয়ানা হাইকোর্ট
১৪ মে, ২০০৮
অভিযুক্তের বিরুদ্ধে ৩৬৩,৩৪২,৩৬৬,৩৭৬ ধারায় অপহরণ ও ধর্ষণের মামলা রুজু হয়। মামলা খারিজ করে দুপক্ষকেই বিয়ে করে বিষয়টি মিটিয়ে নেওয়ার নির্দেশ দেয় আদালত

পঞ্জাব হাইকোর্ট
২১ জানুয়ারি, ২০১১
ধর্ষণ মামলায়  আদালত দুপক্ষকেই বিয়ে করে সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার নির্দেশ দেয়

মধ্যপ্রদেশ হাইকোর্ট
১৮ জুন, ২০১৫
অভিযুক্তের বিরুদ্ধে   ৩৭৫ ধারায়
ধর্ষণ মামলা রুজু পুলিসের। অভিযোগ তুলে নিয়ে দুপক্ষকেই স্থায়ী সম্পর্ক গড়ে তোলার উপদেশ আদালতের।

ধর্ষণের ঘটনায় মাদ্রাজ হাইকোর্টের মিটমাটের দাওয়াই তাই নতুন নয়। এর আগেও বেশকিছু আদালতের রায়ে শোনা গেছে বিয়ের নিদান।

 

.