নেতাজি সংক্রান্ত সব ফাইল প্রকাশ করা হোক, দাবি নেতাজির নাতির

নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের দাবিতে পথে নামল নেতাজির পরিবার। রাজ্য সরকারের কাছে ৬৪ টি ফাইল রয়েছে। বেশকিছু ফাইল রয়েছে কেন্দ্রের হাতেও। এইসব ফাইল প্রকাশের দাবি জানিয়েছেন নেতাজির নাতি চন্দ্র বসু, অভিজিত্‍ রায় এবং ভাইপো ডি এন বসুর।

Updated By: Apr 14, 2015, 08:11 PM IST
নেতাজি সংক্রান্ত সব ফাইল প্রকাশ করা হোক, দাবি নেতাজির নাতির

ওয়েব ডেস্ক: নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের দাবিতে পথে নামল নেতাজির পরিবার। রাজ্য সরকারের কাছে ৬৪ টি ফাইল রয়েছে। বেশকিছু ফাইল রয়েছে কেন্দ্রের হাতেও। এইসব ফাইল প্রকাশের দাবি জানিয়েছেন নেতাজির নাতি চন্দ্র বসু, অভিজিত্‍ রায় এবং ভাইপো ডি এন বসুর।

জার্মানি সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দেখা করেছেন নেতাজির নাতি সূর্য বসুর সঙ্গে। দেশে ফিরে সত্য উদঘাটনে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হবেন বলেও আশ্বাস দিয়েছেন। এমনই দাবি করলেন নেতাজির নাতি সূর্য বসুর ভাই চন্দ্র বসু।

নেতাজির পরিবারের অভিযোগ রয়েছে রাজ্য সরকারের প্রতিও। নেতাজির নাতি চন্দ্র বসু জানিয়েছেন নেতাজির ফাইল প্রকাশ্যে আনতে উদ্যোগ নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও। ফাইল সামনে আনতে না পারলে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার দাবিও তুলেছেন চন্দ্র বসু। উল্লেখযোগ্যভাবে মঙ্গলবারের মিছিলে যোগ দেননি কৃষ্ণা বসু ও সুগত বসু। কৃষ্ণা বসু জানিয়েছেন তাদের জানানোই হয়নি। তবে রাজনৈতিক মহলের মতে, পারিবারিক ভেদাভেদের জন্যই মিছিলে গরহাজির ছিলেন কৃষ্ণা বসু ও সুগত বসু।

 

.