মৃত আম আদমি পার্টি নেতা চন্দ্র মোহন আসলে জীবিত

তিন মাস আগে জানা গিয়েছিল নয়ডার একটি গাড়ি থেকে আম আদমি পার্টির নেতা চন্দ্র মোহন শর্মার দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। কিন্তু তিন মাস পর জানা গেল তিনি এখনও জীবিত। আর টি আই কর্মী তথা আম আদমি নেতা চন্দ্র মোহনকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে।

Updated By: Aug 27, 2014, 02:47 PM IST
মৃত আম আদমি পার্টি নেতা চন্দ্র মোহন আসলে জীবিত

নয়াদিল্লি: তিন মাস আগে জানা গিয়েছিল নয়ডার একটি গাড়ি থেকে আম আদমি পার্টির নেতা চন্দ্র মোহন শর্মার দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। কিন্তু তিন মাস পর জানা গেল তিনি এখনও জীবিত। আর টি আই কর্মী তথা আম আদমি নেতা চন্দ্র মোহনকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিসের কাছে খবর আসে, দিন কয়েক আগে নেপালে দেখা গিয়েছে ওই নেতাকে। তার পরই নেপালে পুলিস তল্লাশি চালায়। কিন্তু ততক্ষণ নেপাল ছেড়েছেন শর্মা। কর্ণাটকে গা ঢাকা দেওয়ার পর সেখানেও পুলিস যায় তাঁর খোঁজে। অভিযোগ ৩৮ বছরের নেতা তাঁর মৃত্যুর মিথ্যে নাটক করেছেন।

চন্দ্র শর্মার স্ত্রীর অভিযোগ দীর্ঘদিন ধরে এক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয় আপ নেতার। সেই সত্য গোপন করেতেই তিনি ভুয়ো মৃত্যুর খবর রটিয়েছেন। পুলিস জানিয়েছে গাড়িতে যে দেহটি পাওয়া গিয়েছিল সেটি অন্য কোনও ব্যক্তির। নতুন করে তদন্ত শুরু করেছে পুলিস।

মোবাইল ফোনের সূত্র ধরেই শর্মার বেড়াল ঝুলি থেকে বেরিয়ে আসে বলে জানিয়েছে পুলিস।

 

 

.