রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সুভাষ তোমারের, খুনের মামলায় গ্রেফতার ৮

গত রবিবারে দিল্লির বিক্ষোভে প্রতীবাদকারীদের হাতে মৃত পুলিসকর্মী সুভাষ তোমারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ শেষ বিদায় জানানো হল নয়াদিল্লিতে। তোমারের অন্ত্যেষ্টি অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত ও স্বরাষ্ট্র সচিব আর কে সিং সহ বহু পুলিসকর্মী নিগমবোধ ঘাটে উপস্থিত ছিলেন।

Updated By: Dec 25, 2012, 08:58 AM IST

গত রবিবারে দিল্লির বিক্ষোভে প্রতীবাদকারীদের হাতে মৃত পুলিসকর্মী সুভাষ তোমারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ শেষ বিদায় জানানো হল নয়াদিল্লিতে। তোমারের অন্ত্যেষ্টি অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত ও স্বরাষ্ট্র সচিব আর কে সিং সহ বহু পুলিসকর্মী নিগমবোধ ঘাটে উপস্থিত ছিলেন।
এই ঘটনায় দিল্লি পুলিস ৮ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। যাঁদের মধ্যে একজন আম আদমি পার্টির সদস্য বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, দাঙ্গা ও সরকারি সম্পত্তি নষ্ট করার মামলা শুরু করা হয়েছে। এফআইআরে যাঁদের নাম উঠে এসেছে তাঁরা হলেন, শঙ্কর বিস্তত, নন্দ, শান্তনু, কৈলাস জোশি, অমিত জোশি, নাফেস আহমেদ এবং চমন। এঁদের মধ্যে চমন অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপের সমর্থক বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। এঁদের সকলকে সমবার গ্রেফতার করা হয়। পরে আদালতে পেশ করা হলে তাঁরা সকলেই জামিন পেয়ে যান।
দিল্লির বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিসকর্মী সুভাষ তোমার আজ সকালে রামমনোহর লোহিয়া হাসপাতালে মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রবিবারই তাঁকে দিল্লির ওই হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কারাওয়াল নগর পুলিস স্টেশনের কর্মী সুভাষ তোমার রবিবার শহরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে মোতায়েন ছিলেন। সেই সময়ই বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হন তিনি।
চিকিৎসকরা প্রথম থেকেই জানিয়েছিলেন, চাঁদের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাঁকে রবিবার থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে। গতকাল দিনভর রাজধানীর ইন্ডিয়া গেটে বিক্ষোভ ও প্রদর্শন চলাকালীন দফায় দফায় পুলিস ও বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিস বাহিনী জলকামান, লাঠি, কাঁদানে গ্যাস প্রয়োগ করলে জনগণ আরও উত্তেজিত হয়ে ওঠে। রণক্ষেত্রের রূপ নেয় ইন্ডিয়াগেট চত্বর। এই ঘটনায় সুভাষ চাঁদ সহ আরও অনেক পুলিসকর্মী আহত হয়েছিলেন।

.