ফাটা প্যান্ট দিয়ে হাওয়া ঢুকে বেঘোরে মৃত্যু দিল্লির যুবকের

ঘটনার পর থেকেই পেটে ব্যথা অনুভব করতে থাকেন রবিন্দর। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিত্সকদের আসল কথা জানাননি তিনি। পরে চিকিত্সকরা অস্ত্রোপচারের কথা বললে ভেঙে পড়েন রবিন্দর। আসল কথা চিকিত্সকদের জানান তিনি। তবে শেষ রক্ষা হয়নি বৃহস্পতিবার মৃত্যু হয় ওই যুবকের।

Updated By: Mar 17, 2018, 03:40 PM IST
ফাটা প্যান্ট দিয়ে হাওয়া ঢুকে বেঘোরে মৃত্যু দিল্লির যুবকের

ওয়েব ডেস্ক: মজা করতে গিয়ে অনেক সময়ই ঘটে যায় অঘটন। হাসি-ঠাট্টা মুহূর্তে পরিণত হয় চোখের জলে। কিন্তু খেলাচ্ছলে মজা করতে গিয়ে কারও প্রাণ যাওয়ার ঘটনা কমই ঘটে। তেমনই একটি ঘটনা ঘটল দিল্লিতে। মলদ্বারে পাইপ ঢুকিয়ে দেওয়ায় মৃত্যু হল এক যুবকের। দিল্লি পুলিসের তরফে জানা গিয়েছে। ঘটনায় মৃত যুবক রবিন্দর। দিল্লির নানগ্লোই এলাকার স্বর্ণ পার্কে একটি প্লাইউড কারখানার কর্মী ছিলেন তিনি। 

গত বুধবার সকালে একটি ফাটা পায়জামা পরে কাজে গিয়েছিলেন রবিন্দর। নিচু হয়ে কোনও জিনিস মাটি থেকে তোলার সময় স্পষ্ট হয় সেই ফাটা অংশ। তখনই পাশে থাকা একটি হাই প্রেসার পাইপ থেকে জোরে রবিন্দরের মলদ্বার লক্ষ্য করে হাওয়া ছোড়েন পণ্ডিত নামে এক সহকর্মী। 

ঘটনার পর থেকেই পেটে ব্যথা অনুভব করতে থাকেন রবিন্দর। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিত্সকদের আসল কথা জানাননি তিনি। পরে চিকিত্সকরা অস্ত্রোপচারের কথা বললে ভেঙে পড়েন রবিন্দর। আসল কথা চিকিত্সকদের জানান তিনি। তবে শেষ রক্ষা হয়নি বৃহস্পতিবার মৃত্যু হয় ওই যুবকের।

আরও বলুন - মোদীর নামে চৌমাথার নামকরণ, বৃদ্ধের শিরশ্ছেদ করল দুষ্কৃতীরা

চিকিত্সকরা জানিয়েছেন, ফাটা প্যান্ট দিয়ে এয়ার জেটের হাওয়া মলদ্বার দিয়ে ক্ষুদ্রান্ত্রে ঢুকে পড়ে। এর পরই শুরু হয় পেটে ব্যথা। প্রথমে তা না জানানোয় নির্দিষ্ট চিকিত্সা শুরু করতে দেরি হয়ে যায়। যার জেরে মৃত্যু হয়েছে ওই যুবকের। 

ঘটনায় পণ্ডিত নামে ওই যুবকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করেছে পুলিস। দিল্লির ডেপুটি পুলিস কমিশনার এমএন তিওয়ারি জানিয়েছেন, নিছক মজার ছলেই এই দুর্ঘটনা ঘটেছে। রবিন্দরের কোনও ক্ষতি করার অভিপ্রায় পণ্ডিতের ছিল না।
দিল্লিতেই পরিবার নিয়ে থাকতেন রবিন্দর। তাঁর বেঘোরে মৃত্যুতে কূল কিনারা পাচ্ছেন না তাঁরা। 

.