ঘাঁটি গেড়েছে ৯ পাকজঙ্গি, জঙ্গিহানা হতে পারে রাজধানীতে, খবর গোয়েন্দাসূত্রে

এবার কি জঙ্গি নাশকতার টার্গেট হতে পারে রাজধানী? গোয়েন্দাসূত্রে খবরের জেরে দানা বাঁধছে এমনই আশঙ্কা। দিল্লিতে বড়সড় হামলার ছক কষছে পাক জঙ্গিরা। গোয়েন্দাসূত্রে এই খবরে ইতিমধ্যেই দিল্লি জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।  

Updated By: Aug 6, 2015, 09:15 AM IST

ওয়েব ডেস্ক: এবার কি জঙ্গি নাশকতার টার্গেট হতে পারে রাজধানী? গোয়েন্দাসূত্রে খবরের জেরে দানা বাঁধছে এমনই আশঙ্কা। দিল্লিতে বড়সড় হামলার ছক কষছে পাক জঙ্গিরা। গোয়েন্দাসূত্রে এই খবরে ইতিমধ্যেই দিল্লি জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।  

দিল্লিতে প্রচুর বিস্ফোরক এবং আধুনিক অস্ত্র নিয়ে ঘাঁটি গেড়েছে ৯ জন পাকজঙ্গি। রাজধানীতে বসেই হামলার ছক কষছে তারা।  নিরাপত্তা এজেন্সিগুলিকে সতর্ক থাকতে নির্দেশ।

এদিকে, উধমপুরে ধৃত জঙ্গি উসমান খানের  স্বীকারোক্তির ভিডিও পাকিস্তানে পাঠাল ভারত। গতকাল বিএসএফ কনভয়ে হামলার সময় ধরা পড়ে যায় উসমান। গতকালের হামলায় প্রাণ হারান দুই বিএসএফ জওয়ান।  জঙ্গিহানা ও পরপর সংঘর্ষবিরতি লঙ্ঘন। এর জেরে স্থগিত হচ্ছে না ভারত-পাক শান্তি আলোচনা। খবর বিদেশমন্ত্রক সূত্রে। অগস্টের ২৩ বা ২৪ দুদেশের নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক। যদিও এখনও দিন চূড়ান্ত করেনি পাকিস্তান।

.