মুসলিম হওয়া সত্ত্বেও মহান দেশপ্রেমিক ছিলেন এপিজে আবদুল কালাম: বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর

ফের বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মার। সদ্যপ্রয়াত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম সম্পর্কে তাঁর মন্তব্য মুসলিম হওয়া সত্ত্বেও মহান দেশপ্রেমিক ছিলেন। 

Updated By: Sep 18, 2015, 07:19 PM IST
 মুসলিম হওয়া সত্ত্বেও মহান দেশপ্রেমিক ছিলেন এপিজে আবদুল কালাম: বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর

ওয়েব ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মার। সদ্যপ্রয়াত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম সম্পর্কে তাঁর মন্তব্য মুসলিম হওয়া সত্ত্বেও মহান দেশপ্রেমিক ছিলেন। 

নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির (এনএমএমএল)ডিরেক্টর মহেশ রঙ্গরাজনের পদত্যাগ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। কংগ্রসের দাবি কেন্দ্রীয় সরকার 'অসহ্য চাপে' পদত্যাগ করতে বাধ্য হয়েছেন রঙ্গরাজন। মূলত সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই আজ একটি নিউজ চ্যানেলে এই মন্তব্যটি করেছেন মহেশ শর্মা।

কয়েকদিন আগেই দেশের 'সাংস্কৃতিক দূষণ' রোধের পক্ষে সওয়াল করেছিলেন তিনি। সওয়াল করেছিলেন স্কুলে মহাভারত ও রামায়াণ পড়ানোর পক্ষ নিয়েও। 

''ঔরঙ্গজেব রোডের নাম বদলিয়ে আমরা এমন একজনের নামে সেই রাস্তার নামকরণ করতে চাই যিনি মুসলিম হওয়া সত্ত্বেও মহান জাতীয়তাবাদী ছিলেন...'' মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। 

গত ২৮ অগাস্টই কেন্দ্রের প্রস্তাবমত দিল্লির ঔরঙ্গজেব রোডের নাম বদলিয়ে এপিজে আবদুল কালামের নামে করার স্বপক্ষে মত দিয়েছে নয়া দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল। 

 

.