দেবযানী ইস্যুতে সুর নরম দিল্লির, ক্ষমা চাওয়ার দাবি এড়িয়ে ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় গুরুত্ব

দেবযানী খোবরাগাড়ে ইস্যুতে সুর নরম করল নয়াদিল্লি। প্রথমে ক্ষমা চাওয়ার দাবি তুললেও এখন ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় গুরুত্ব দিতে চায় ভারত। এদিকে, বিতর্ক উস্কে দেবযানীর পরিবারের অভিযোগ, পরিচারিকা সঙ্গীতা রিচার্ড সম্ভবত সিআইএ এজেন্ট। দেবযানী খোবরাগাড়েকে ভারতের স্থায়ী মিশনে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করল রাষ্ট্রসংঘ। ভারতীয় কূটনীতিককে হেনস্থার অভিযোগ। প্রতিবাদের ঝড় দেশজুড়ে। কড়া অবস্থান নেয় কেন্দ্রও। ওয়াশিংটনের সঙ্গে কার্যত সংঘাতের পথেই হাঁটতে শুরু করে নয়াদিল্লি। দুঃখপ্রকাশ করেও পাল্টা চাপ দেয় মার্কিন প্রশাসনও। সম্ভবত তার জেরেই শনিবার কিছুটা নরম সুর শোনা গেল কেন্দ্রের গলায়।

Updated By: Dec 21, 2013, 10:40 PM IST

দেবযানী খোবরাগাড়ে ইস্যুতে সুর নরম করল নয়াদিল্লি। প্রথমে ক্ষমা চাওয়ার দাবি তুললেও এখন ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় গুরুত্ব দিতে চায় ভারত। এদিকে, বিতর্ক উস্কে দেবযানীর পরিবারের অভিযোগ, পরিচারিকা সঙ্গীতা রিচার্ড সম্ভবত সিআইএ এজেন্ট। দেবযানী খোবরাগাড়েকে ভারতের স্থায়ী মিশনে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করল রাষ্ট্রসংঘ। ভারতীয় কূটনীতিককে হেনস্থার অভিযোগ। প্রতিবাদের ঝড় দেশজুড়ে। কড়া অবস্থান নেয় কেন্দ্রও। ওয়াশিংটনের সঙ্গে কার্যত সংঘাতের পথেই হাঁটতে শুরু করে নয়াদিল্লি। দুঃখপ্রকাশ করেও পাল্টা চাপ দেয় মার্কিন প্রশাসনও। সম্ভবত তার জেরেই শনিবার কিছুটা নরম সুর শোনা গেল কেন্দ্রের গলায়।

একাধিকক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ নিবিড় ভারতের। সেখানে দাঁড়িয়ে দেবযানী খোবারাগাড়ে ইস্যুকে সামনে রেখে সম্পর্কের অবনতি কিছুটা হলেও কি চিন্তা বাড়িয়েছে নয়াদিল্লির? উঠতে শুরু করেছে প্রশ্ন। শনিবার অবশ্য সুর আরও চড়িয়েছেন দেবযানীর বাবা উত্তম খোবরাগাড়ে। পরিচারিকা সঙ্গীতা রিচার্ড সম্ভবত সিআইএ এজেন্ট। এমনই বিস্ফোরকম মন্তব্য করেন দেবযানীর বাবা। এদিকে, দেবযানী খোবরাগাড়েকে ভারতের স্থায়ী মিশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করল রাষ্ট্রসংঘ। নয়াদিল্লির পাঠানো আবেদনের ভিত্তিতে সেই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রসংঘের মুখপাত্র ফারহান হক। তবে মার্কিনযুক্তরাষ্ট্রে দেবযানীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। রাষ্ট্রসংঘের স্থায়ী মিশনের সদস্য হিসেবে দেবযানী আপাতত কূটনৈতিক রক্ষাকবচ পাবেন বলে জানিয়ে দিয়েছে ওয়াশিংটনও। তবে সেক্ষেত্রে বর্তমান মামলা থেকে ছাড় মিলবে না বলেও জানিয়ে দিয়েছে মার্কিন বিদেশ দফতর।

.