দীপাবলির আলোয় দেশ বর্ণময়

আকাশ জুড়ে আজ আলোর বর্ণছটা। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারকে দূরদেশে নির্বাসনে পাঠিয়ে সব দিক আজ ঝলমলে। বাড়ির আঙিনার সামনে রংবেরঙের রঙ্গোলী। মাটির প্রদীপ আর মোমবাতি সজ্জায় সুন্দরী ঘরদুয়ার। ইতিউতি চিনে এলইডি লাইটে ঝলমলে সন্ধে। আসমুদ্রহিমাচল মত্ত বাজির মায়ায়। আজ দীপাবলি। মিষ্টি উপহারের সঙ্গে সাড়ম্বরে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে গোটা দেশ।

Updated By: Nov 13, 2012, 09:53 PM IST

আকাশ জুড়ে আজ আলোর বর্ণছটা। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারকে দূরদেশে নির্বাসনে পাঠিয়ে সব দিক আজ ঝলমলে। বাড়ির আঙিনার সামনে রংবেরঙের রঙ্গোলী। মাটির প্রদীপ আর মোমবাতি সজ্জায় সুন্দরী ঘরদুয়ার। ইতিউতি চিনে এলইডি লাইটে ঝলমলে সন্ধে। আসমুদ্রহিমাচল মত্ত বাজির মায়ায়। আজ দীপাবলি। মিষ্টি উপহারের সঙ্গে সাড়ম্বরে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে গোটা দেশ।
এসএমএসের কল্যাণে কাল রাত থেকেই মোবাইলের ইনবক্স দেওয়ালির শুভেচ্ছা বার্তায় ভরপুর। যে প্রতিবেশীর সঙ্গে বারোমাসের নিয়মিত বিরোধ আজ তার বাড়িও পৌঁছে গেছে মিষ্টির বাক্স। কোলাকুলির উষ্ণতা থেকে বঞ্চিত নন কেউই। রাবণ বধের পর সস্ত্রীক রামচন্দ্রের অযোধ্যা ফেরাকে উদ্বযাপন করতেই নাকি সূচনা হয়েছিল দেওয়ালির। এই দিনই হিন্দি ক্যালেন্ডার মতে শুরু হয় নতুন বছরের। তবে পূরাণের কল্পনা আর বাস্তবের সীমারেখা অতিক্রম করে দেওয়ালি প্রাদেশিকতা ছাপিয়ে সমবেত ভাবে এদেশের বৃহত্তম উৎসব। তাই এই উৎসবের মাহাত্ম্য সবার কাছেই কিছু বিশেষ।
টলি থকে বলি, তারকারা চুটিয়ে দেওয়ালি পালন করার ফাঁকে মোটেই ভুলে যাননি টুইট করে শুভেচ্ছা জানানোর সাম্প্রতিক ট্রেন্ডকে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং আলোর উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর তালিকায় আছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সচিন তেন্ডুলকর।

.