পেঁয়াজ খাবেন না: সুপ্রিমকোর্ট

`পেঁয়াজ খাওয়া বন্ধ করুন, আপসেই দাম কমে যাবে।` একটি জনস্বার্থ মামলার রায় শোনাতে গিয়ে রোজ রোজ বেড়ে চলা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দেশের জনসাধারণের উদ্দেশ্যে এমনটাই দাওয়াই দিল সুপ্রিমকোর্ট।

Updated By: Jan 10, 2014, 03:01 PM IST

`পেঁয়াজ খাওয়া বন্ধ করুন, আপসেই দাম কমে যাবে।` একটি জনস্বার্থ মামলার রায় শোনাতে গিয়ে রোজ রোজ বেড়ে চলা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দেশের জনসাধারণের উদ্দেশ্যে এমনটাই দাওয়াই দিল সুপ্রিমকোর্ট।

সরকারকে পেঁয়াজ সহ অনান্য সবজির দাম নিয়ন্ত্রণের সঠিক দিক নির্দেশ করতে হবে, এমনই দাবি নিয়ে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় শোনাতে গিয়ে শীর্ষ আদালতের বিচারপ্তি বিএস চৌহ্বানের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাকারীদের জানিয়েছে এই ধরণের জনস্বার্থ মামলা করে খামোখা বোঝা বারানোর কোনও মানেই হয় না।

গত বছর অগাস্টে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে পেঁয়াজ রফতানি ২৯,০০০ টন কম হয়েছে। ২০১৩ সালে এপ্রিল থেকে নভেম্বরে বিদেশে ৮.৫৩ লক্ষ টন পেঁয়াজ রফতানি হয়েছে। ২০১২ সালে এই একই সময়ে বিদেশ রফতানি হয়েছিল ১৮.২২ টন পেঁয়াজ।

.