কেঁপে উঠল লাক্ষাদ্বীপ

বুধবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল লাক্ষাদ্বীপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৩। ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা এলাকা। উত্‍পত্তিস্থল লাক্ষাদ্বীপ নদী থেকে ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভোর চারটে নাগাদ কেঁপে ওঠে লাক্ষাদ্বীপ নদী সংলগ্ন এলাকা।  

Updated By: Oct 12, 2016, 11:29 AM IST
কেঁপে উঠল লাক্ষাদ্বীপ

ওয়েব ডেস্ক: বুধবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল লাক্ষাদ্বীপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৩। ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা এলাকা। উত্‍পত্তিস্থল লাক্ষাদ্বীপ নদী থেকে ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভোর চারটে নাগাদ কেঁপে ওঠে লাক্ষাদ্বীপ নদী সংলগ্ন এলাকা।  

আরও পড়ুন- ৪০০টি ট্রেন এখন সময়ের আগেই পৌঁছচ্ছে স্টেশনে

ভূ বিজ্ঞানীদের মতে ভূ গাঠনিক পাতের সংঘর্ষের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের আরেক অংশ এই ভূকম্পনের বিশেষ কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে। তাঁদের মতে ভূ গাঠনিক পাতের সংঘর্ষ তো যে কোনও ক্ষেত্রেই ভূকম্পনের প্রাথমিক কারণ, কিন্তু লাক্ষাদ্বীপের মত দ্বীপ এলাকায় অন্যান্য আরও অনেক ভূ তাত্বিক বিষয়ও সাধারণত জড়িত থাকে। 

.