ভারত-মায়ানমার সীমান্তে ভূমিকম্প, উত্সস্থল অসম!

উফঃ ভূমিকম্প মনে হয় কিছুতেই পিছু ছাড়বে না মানুষের। আজ সকাল ৭.১১ মিনিটে ভারত এবং মায়ানমার সীমান্তে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূকম্পের শক্তি ছিল ৫.৫! সূত্রের খবর, ভূমিকম্পের উত্সস্থল অসম।

Updated By: Aug 23, 2016, 02:04 PM IST
ভারত-মায়ানমার সীমান্তে ভূমিকম্প, উত্সস্থল অসম!

ওয়েব ডেস্ক: উফঃ ভূমিকম্প মনে হয় কিছুতেই পিছু ছাড়বে না মানুষের। আজ সকাল ৭.১১ মিনিটে ভারত এবং মায়ানমার সীমান্তে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূকম্পের শক্তি ছিল ৫.৫! সূত্রের খবর, ভূমিকম্পের উত্সস্থল অসম।

আরও পড়ুন জানেন জকোভিচ ভারতীয় খাবার খেতে ভালোবাসেন?

ভারতের মেট্রোলজিক্যাল ডিপার্টেমন্ট জানিয়েছে সকাল সাড়ে পাঁচটায় আসমের করবি অংলং জেলাতেই প্রথম আঘাত হানে ভূমিকম্প। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, মানুষের মধ্যে রয়েছে এখনও আতঙ্ক। বেশ কিছু জায়গায় মানুষ এখনও রয়েছে রাস্তায়। খানিকটা আতঙ্কের জন্যই ঘরে ঢুকতে পারছেন না তাঁরা। তবে, এখনও পর্যন্ত কোনও আফটার শকের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন জন্মদিনে শুনে নিন কেকে-র গাওয়া অন্যতম সেরা পাঁচ গান

 

.