লাদাখে এবার মুখোমুখি ভারত-চিন দু'দেশের সেনা

Updated By: Sep 15, 2014, 02:08 PM IST
লাদাখে এবার মুখোমুখি ভারত-চিন দু'দেশের সেনা

 

ওয়েব ডেস্ক: লাদাখে এবার মুখোমুখি ভারত-চিন দুদেশের সেনা। জানা গিয়েছে, চুমুর এলাকায় প্রায় ১০০ জন ভারতীয় জওয়ানকে ঘিরে রেখেছে চিনের ৩০০ সেনা। ভারতীয় ভূখণ্ডেই তাঁরা আটক চিনা সেনার হাতে । ডেমচকেও অনুপ্রবেশের খবর মিলেছে। গত ১১ সেপ্টেম্বর প্রায় ৩০ জন চিনা সৈন্য ভারতীয় ভূখণ্ডে পাঁচশো মিটার ভিতরে ঢুকে আসে। ইন্দো- টিবেটান বর্ডার পুলিসের সত্তরজন জওয়ানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কয়েকদিন পরেই ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং।

সীমান্ত সমস্যা সহ একাধিক দ্বিপাক্ষিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। তার আগে এভাবে সেনা অনুপ্রবেশ ঘটিয়ে, বেজিং পরোক্ষে চাপ সৃষ্টির কৌশল নিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। এই বছরেই এখনও পর্যন্ত ৩৩৪বার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে চিনা সেনা।        

.