মুম্বইয়ের অভিজাত বহুতলে আগুন লেগে মৃত্যু হল দুজনের

গত ২৪ ঘণ্টায় চারিদিকে শুধু আগুন লাগার খবর। কলকাতা, ভুবনেশ্বরের পর আগুন এবার দেশের আর্থিক রাজধানীতে। মুম্বইয়ের অভিজাত বহুতলে আগুন লেগে মৃত্যু হল দুজনের। এগারোজনকে উদ্ধার করা হয়েছে। আগুনে দুটি ফ্ল্যাট সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে বাসিন্দাদের দাবি। আজ ভোরে আচমকাই আগুন লেগে যায় দক্ষিণ মুম্বইয়ের কাফে প্যারেড এলাকার মেকার টাওয়ারের বাইশ তলায়।

Updated By: Oct 18, 2016, 01:51 PM IST
 মুম্বইয়ের অভিজাত বহুতলে আগুন লেগে মৃত্যু হল দুজনের

ওয়েব ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চারিদিকে শুধু আগুন লাগার খবর। কলকাতা, ভুবনেশ্বরের পর আগুন এবার দেশের আর্থিক রাজধানীতে। মুম্বইয়ের অভিজাত বহুতলে আগুন লেগে মৃত্যু হল দুজনের। এগারোজনকে উদ্ধার করা হয়েছে। আগুনে দুটি ফ্ল্যাট সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে বাসিন্দাদের দাবি। আজ ভোরে আচমকাই আগুন লেগে যায় দক্ষিণ মুম্বইয়ের কাফে প্যারেড এলাকার মেকার টাওয়ারের বাইশ তলায়।

আরও পড়ুন বাস ভাড়া করা হোক এই পদ্ধতিতে, তাতে লাভ হবে সকলের

খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমকলের দশটি ইঞ্জিন, ছটি জাম্বো ট্যাঙ্কার ও একটি অ্যাম্বুল্যান্স। দু ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সি ফেসিং ওই আবাসনেই পরিবার নিয়ে থাকেন বজাজ ইলেকট্রিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর শেখর বজাজ। থাকেন লেখিকা শোভা দে।

আরও পড়ুন ভুবনেশ্বরের হাসপাতালে আগুনের সঙ্গে আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডের মিল রয়েছে

.