বিচারাধীন বন্দিদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের। দেশের সমস্ত জেলে বিচারাধীন বন্দিদের যারা অর্ধেকের বেশি সাজা ভোগ করে  ফেলেছেন, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে বলে নির্দেশ দিল শীর্ষ আদালত। প্রত্যেক বিচারাধীন বন্দিদের বর্তমান অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Updated By: Sep 5, 2014, 02:58 PM IST
 বিচারাধীন বন্দিদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের। দেশের সমস্ত জেলে বিচারাধীন বন্দিদের যারা অর্ধেকের বেশি সাজা ভোগ করে  ফেলেছেন, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে বলে নির্দেশ দিল শীর্ষ আদালত। প্রত্যেক বিচারাধীন বন্দিদের বর্তমান অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আগামী ১ অক্টোবরের মধ্যে প্রত্যেকটি জেলে পরিদর্শনের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হোয়েছে। ২ মাসের মধ্যে তালিকা প্রস্তুতি কাজ শেষ করতে চায় আদালত। বিচার ব্যবস্থার আধিকারিকদের পেশ করা রিপোর্টের ভিত্তিতে বন্দি মুক্তির কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।

এই যুগান্তকারী রায় কার্যকর করতে কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ করেছে শীর্ষ আদালত।

 

.