কমল আর্থিক বৃদ্ধির হার

ভারতের আর্থিক বৃদ্ধির হার কমল। প্রথম অর্ধে আর্থিক বৃদ্ধির হার ৫.৫ শতাংশ থাকলেও তা কমে দাঁড়িয়েছে ৫.৩-এ। বৃদ্ধির হার নিম্নমুখী হলেও আর্থিক বছরের শেষে এই বৃদ্ধির হার ছয়ের আশেপাশে থাকবে বলে আশাবাদী সি রঙ্গরাজন।

Updated By: Nov 30, 2012, 08:25 PM IST

ভারতের আর্থিক বৃদ্ধির হার কমল। প্রথম অর্ধে আর্থিক বৃদ্ধির হার ৫.৫ শতাংশ থাকলেও তা কমে দাঁড়িয়েছে ৫.৩-এ। বৃদ্ধির হার নিম্নমুখী হলেও আর্থিক বছরের শেষে এই বৃদ্ধির হার ছয়ের আশেপাশে থাকবে বলে আশাবাদী সি রঙ্গরাজন।
প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সি রঙ্গরাজন শুক্রবার এক টেলিভিশন চ্যানেলে এমনটাই জানিয়েছেন। তবে আর্থিক বৃদ্ধির হার ২ শতাংশে নিয়ে যেতে বদ্ধপরিকর মনমোহন সিং সরকার। সেই প্রেক্ষিতে দেশের আর্থিক বৃদ্ধির নিম্নমুখী হার হতাশাজনক বলেও মনে করছে পর্যবেক্ষক মহল। প্রথম অর্ধের মতো দ্বিতীয় অর্ধেও উত্‍পাদন ক্ষেত্রে বৃদ্ধির হার বেশ কম। কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার ১.২ হলেও উত্‍পাদন ক্ষেত্রে বৃদ্ধির হার ০.৮ শতাংশ।   

.