মত্‍স্যজীবীদের ঘর থেকে উদ্ধার ৫৭ লক্ষ টাকার সোনার বিস্কুট

তামিলনাড়ুর মাদুরাইয়ের দুই মত্‍সজীবীর বাড়ি থেকে উদ্ধার হল সোনার বিস্কুট। ২. ৩ কিলোগ্রামের ওই সোনার বিস্কুটের মূল্য প্রায় ৫৭ লক্ষ টাকা। সমুদ্রের রুটের মাধ্যমে সোনার বিস্কুটের চালান হচ্ছে বলে খবর ছিল পুলিসের কাছে।  

Updated By: Dec 28, 2014, 07:16 PM IST
মত্‍স্যজীবীদের ঘর থেকে উদ্ধার ৫৭ লক্ষ টাকার সোনার বিস্কুট

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর মাদুরাইয়ের দুই মত্‍সজীবীর বাড়ি থেকে উদ্ধার হল সোনার বিস্কুট। ২. ৩ কিলোগ্রামের ওই সোনার বিস্কুটের মূল্য প্রায় ৫৭ লক্ষ টাকা। সমুদ্রের রুটের মাধ্যমে সোনার বিস্কুটের চালান হচ্ছে বলে খবর ছিল পুলিসের কাছে।  

সন্দেহ হওয়ায় কাস্টমস অফিসাররা রামেশ্বরমের ওই দুই মত্‍সজীবীর বাড়িতে হানা দেয়। সেখান থেকেই উদ্ধার হয় ৫৭ লক্ষ টাকার সোনার বিস্কুট। পুলিস জানিয়েছে, মাছ ধরার নাম করে জালের মাধ্যমে শ্রীলঙ্কা থেকে সোনা চোরাচালনা করে এই মত্‍স্যজীবীরা।

জেরার মুখে ওই দুই মত্‍স্যজীবীরা জানিয়েছেন, শুধু তারা নন বেশ কয়েকজন মত্‍স্যজীবী সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত। দেশের বড় কয়েকজন চোরচালানাকারীরা তাদের বাধ্য করে এই

.