কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আগামী ১ এপ্রিল থেকে সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্ধিত বকেয়া ভাতা পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

Updated By: Feb 19, 2017, 04:26 PM IST
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর

ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আগামী ১ এপ্রিল থেকে সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্ধিত বকেয়া ভাতা পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

গত বছর কেন্দ্রীয় সরকার সপ্তম পে কমিশনের সুপারিশগুলিতে অনুমোদন দেয়। ইতিমধ্যে একবছর কেটে গেছে। বেশ কয়েকটি ভাতার পরিমাণ প্রস্তাবিত সুপারিশ থেকে বাড়ানো হয়েছে। যার মধ্যে অন্যতম হল বাড়িভাড়া বাবদ ভাতা বা HRA।

সপ্তম পে কমিশনে সুপারিশ করা হয় যেসকল শহরে জনসংখ্যা ৫০ লাখের বেশি, সেইসব শহরে বসবাসকারী কর্মচারীদের জন্য ২৪ শতাংশ HRA। কিন্তু পরে আবার তা বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়। সূত্রের খবর, ১ এপ্রিল থেকেই সেই বর্ধিত বকেয়া ভাতা মেটানো শুরু করবে কেন্দ্র।

আরও পড়ুন, দূষণের ফলে ভারতে প্রতি মিনিটে ২ জনের মৃত্যু হচ্ছে!

.