তেলেঙ্গানা গঠনে সরকার বদ্ধপরিকর , শীতকালীন অধিবেশনের আগে আশ্বাস প্রধানমন্ত্রীর

সুষ্ঠু শীতকালীন অধিবেশনের জন্য রাজনৈতিক দলগুলির কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অধিবেশনের সবটাই সংসদীয় কাজে ব্যবহার করতে চান মনমোহন সিং। এই অধিবেশনে অর্থবিলগুলি পাশ করিয়ে নেওয়াতেই বেশি জোর দিচ্ছে ইউপিএ সরকার।

Updated By: Dec 3, 2013, 04:53 PM IST

সুষ্ঠু শীতকালীন অধিবেশনের জন্য রাজনৈতিক দলগুলির কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অধিবেশনের সবটাই সংসদীয় কাজে ব্যবহার করতে চান মনমোহন সিং। এই অধিবেশনে অর্থবিলগুলি পাশ করিয়ে নেওয়াতেই বেশি জোর দিচ্ছে ইউপিএ সরকার।

মঙ্গলবার প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, "সংসদের দুই কক্ষের কাজ সুষ্ঠু ভাবে চালানোর জন্য সরকারের তরফে সমস্ত চেষ্টা করা হবে।" সেইসঙ্গে পৃথক রাজ্য তেলেঙ্গানা গড়তে সরকার যে বদ্ধ পরিকর তাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মনমোহন সিং বলেন, "তেলেঙ্গানা গঠনে আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ।" আইনি জটিলতা কাটিয়ে উঠে পৃথক রাজ্য গঠন করা হবে বলে আশ্বাস দেন তিনি।

ডিসেম্বরের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২০ তারিখ পর্যন্ত। লোকসভা নির্বাচনকে নজরে রেখে লোকপাল ও মহিলা সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিলগুলি পাশ করিয়ে নেওয়াই যে সরকারের লক্ষ্য, সেকথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কমল নাথ। সংসদের বকেয়া কাজগুলি সেরে ফেলতে চায় সরকার। আর তার জন্য সমস্ত রাজনৈতিকদলগুলিকে রাজি করানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী। বিরোধীদলের নেতারাও সংসদের কাজে বাধা দেবেন না বলে আশা রাখছে সরকার পক্ষ।

যদিও সমাজবাদী পার্টি ও আরজেডির ইতিমধ্যেই মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা জারি রেখেছে। ফলে বিল পাশ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জটিলতা শুরু হয়ে গিয়েছে। বিরোধকারী দলগুলি মহিলাদের সম্মান করে না, বলে অভিযোগ করেছে কংগ্রেস।

.