ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

দুর্গাপুজোর উত্‍সব আমেজ কাটিয়েই দেশবাসীর কাছে খারাপ খবর। ফের বাড়ল পেট্রোপণ্যের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ছে ৩০ পয়সা করে। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম ১৮ পয়সা বাড়ছে। আজ মধ্যরাত অথবা আগামীকাল থেকে এই দাম কার্যকর হবে বলে জাননো হয়েছে।

Updated By: Oct 25, 2012, 07:16 PM IST

দুর্গাপুজোর উত্‍সব আমেজ কাটিয়েই দেশবাসীর কাছে খারাপ খবর। ফের বাড়ছে পেট্রোপণ্যের দাম। লিটারপিছু ৩০ পয়সা করে বাড়বে পেট্রোল।  ডিজেলের দাম বাড়বে লিটারে ১৮ পয়সা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ডিলারদের কমিশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ফলেই এই বৃদ্ধি। তবে পেট্রোল ডিলারদের অ্যাসোসিয়েশন এই বৃদ্ধিতে খুশি নয়। তারা জানিয়েছে পেট্রোলে লিটার পিছু ৬৭ পয়সা এবং ডিজেলে লিটার পিছু ৪২ পয়সা করে কমিশন বাড়ানোর আবেদন জানিয়েছিল তারা। তবে কমিশন বাড়ানোর ফলে দিল্লিতে লিটারপিছু পেট্রোলের দাম দাঁড়াল ৬৮.২০ টাকা।  আজ মধ্যরাত অথবা আগামীকাল থেকে এই দাম কার্যকর হবে বলে জাননো হয়েছে।
পেট্রোলিয়াম মন্ত্রক ডিলার কমিশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আচমকা এই দাম বাড়ল। ডিলারদের কমিশন এখন ‍‍লিটার প্রতি ১.৪৯৯ টাকা থেকে বেড়ে ১.৭৯৯ টাকা হল।

.