GST এফেক্ট : এক লাফে গাড়ির দাম অনেকটা কমাল মারুতি

গতকাল মধ্যরাতে অনুষ্ঠানের মাধ্যমে চালু হল দেশের অভিন্ন কর নীতি বা GST। আর তার জেরে দেশজুড়ে সূচনা হল এক নতুন যুগের। এই ট্যাক্স ব্যবস্থা চালু হওয়ার ফলে কোনও কোনও জিনিসের যেমন দাম বাড়ল, তেমনই বন্ধ হয়ে গেল কর সন্ত্রাসবাসের হানা।

Updated By: Jul 1, 2017, 06:50 PM IST
GST এফেক্ট : এক লাফে গাড়ির দাম অনেকটা কমাল মারুতি

ওয়েব ডেস্ক : গতকাল মধ্যরাতে অনুষ্ঠানের মাধ্যমে চালু হল দেশের অভিন্ন কর নীতি বা GST। আর তার জেরে দেশজুড়ে সূচনা হল এক নতুন যুগের। এই ট্যাক্স ব্যবস্থা চালু হওয়ার ফলে কোনও কোনও জিনিসের যেমন দাম বাড়ল, তেমনই বন্ধ হয়ে গেল কর সন্ত্রাসবাসের হানা।

শতাংশের বিচারের বাড়তি ও কমের মধ্যে যে সমস্ত জিনিসের তালিকাগুলি রয়েছে তার মধ্যে অনেকগুলিই দৈনন্দিন কাজের। কিন্তু, মধ্যবিত্ত্ব বা উচ্চ মধ্যবিত্ত্বদের ক্ষেত্রে রয়েছে আরও একটি সুখবর।

আরও পড়ুন- বিশ্বে সর্বোচ্চ GST-র হার ভারতেই!

GST জারি করার পরই এক লাফে ছোট থেকে বড় গাড়ির অনেকটা দাম কমাল মারুতি সুজুকি। ছোট গাড়ির ক্ষেত্রে প্রায় ৩ শতাংশ দাম কমাল সংস্থাটি। এছাড়াও SUV ও সেডানের দামও কমেছে মারুতি সুজুকির।

তবে, সংস্থার কিছু বিলাশবহুল গাড়ির ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়তে চলেছে দাম।

.