পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় গুজরালকে

প্রাক্তন প্রধানমন্ত্রী আই কে গুজরালের শেষকৃত্য সম্পন্ন হবে আজ। দুপুর তিনটেয় দিল্লির সমতা স্থলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে শায়িত রয়েছে মরদেহ। আজ শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মনমোহন সিং। শেষকৃত্য অনুষ্ঠানে হাজির থাকার জন্য কলকাতার অনুষ্ঠান বাতিল করে দিল্লি ফিরে যাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

Updated By: Dec 1, 2012, 10:48 AM IST

দিল্লির স্মৃতিস্থলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রাক্তন প্রধানমন্ত্রী আই কে গুজরালের শেষকৃত্য। আজ তাঁর অন্ত্যেষ্টিতে হাজির ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেন্ত্রী সোনিয়া গান্ধী। এছাড়াও দেশের বহু বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানাতে স্মৃতিস্থলে গিয়েছিলেন।
ভারতের বন্ধুরাষ্ট্রগুলির কূটনীতিকরাও আজ উপস্থিত ছিলেন স্মৃতিস্থলে। গতকাল গুরগাঁওয়ের বেদান্ত হাসপাতালে মৃত্যু হয় বিরানব্বই বছরের আই কে গুজরালের। স্মৃতিস্থলে আনার আগে, আজ দিল্লির পাঁচ জনপথে নিজের বাসভবনে শায়িত রাখা হয় গুজরালের দেহ। সেখানেও তাঁকে শেষশ্রদ্ধা জানাতে হাজির হন বহু রাজনীতিক।  

.