ধর্ষণ মামলার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাম রহিম সিং

Updated By: Sep 25, 2017, 06:03 PM IST
ধর্ষণ মামলার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাম রহিম সিং

ওয়েব ডেস্ক: পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আবেদন করল ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিং। দুই মহিলাকে ধর্ষণে দোষী সাব্যস্ত রাম রহিমকে ২০ বছর কারাদণ্ডের আদেশ দেয় বিশেষ সিবিআই আদালত।

২০০২ সালের পৃথক দুটি মামলায় রাম রহিমের মোট ২০ বছর কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। রাম রহিমের আইনজীবী আদালতে সওয়াল করেন, ডেরা প্রধান বহু সামাজিক কাজের সঙ্গে জড়িত। তাই তাকে সাজা দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হোক। সিবিআই বিচারপতি জগদীপ সিং সেই কথায় কান দেননি।

উল্লেখ্য, ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের গ্রেফতারির পরই অশান্ত হয়ে ওঠে পঞ্জাব ও হরিয়ানার একটি বড় অংশ। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন ডেরা সমর্থকরা। পুলিসের সঙ্গে ডেরা সমর্থকদের সংঘর্ষে ৩৬ জনের মৃত্যু হয়। পরিস্থিতি এমন হয় পঞ্জাবের বেশ কয়েকটি জেলায় কারফিউ জারি করতে হয়। ডেরা সমর্থকদের ভয়ে সাজা ঘোষণার দিন সিবিআই বিচারক জগদীপ সিংকে কপ্টারে উড়িয়ে আনা হয় জেল। সেখানেই তিনি সাজা ঘোষণা করেন।

আরও পড়ুন-  মুকুলকে নিয়ে দিল্লির নির্দেশের অপেক্ষায় দিলীপ

.