হরিয়ানার বুথ ফেরত সমীক্ষা

হরিয়ানার ৯৯টি আসনের মধ্যে সি-ভোটার ও টাইমস নাওয়ের সমীক্ষা অনুযায়ী বিজেপি পাবে ৩৭টি আসন।  ২৮টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকবে আইএনএলডি। কংগ্রেস পাবে ১৫টি আসন। আর ৬টি কেন্দ্রে জয়ী হবে হরিয়ানা জনহিত কংগ্রেসের প্রার্থীরা।

Updated By: Oct 19, 2014, 11:09 AM IST

ওয়েব ডেস্ক: হরিয়ানার ৯৯টি আসনের মধ্যে সি-ভোটার ও টাইমস নাওয়ের সমীক্ষা অনুযায়ী বিজেপি পাবে ৩৭টি আসন।  ২৮টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকবে আইএনএলডি। কংগ্রেস পাবে ১৫টি আসন। আর ৬টি কেন্দ্রে জয়ী হবে হরিয়ানা জনহিত কংগ্রেসের প্রার্থীরা।

তবে বিজেপি হরিয়ানাতেও একাই ম্যাজিক ফিগারে পৌছবে বলে দাবি করেছে এসি নিয়েলসন-এবিপির সর্বশেষ সমীক্ষা। সেই সমীক্ষা অনুযায়ী, হরিয়ানায় ৫৪টি আসন যাবে বিজেপির দখলে। আইএনএলডি পাবে ২২টি আসন। ১০টি আসন পেতে পারে কংগ্রেস। ২টি আসন পাবে হরিয়ানা জনহিত কংগ্রেস।

 

.