বিমা, পেনশন বিল পাসে আশাবাদী অর্থমন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনেই বিদেশি বিনিয়োগের জন্য খুলে দেওয়া গিয়েছে খুচরো পন্যের বাজার। কিন্তু, বিমা ও পেনশন ক্ষেত্রে বিদেশি পুঁজি আনতে চাই আইন সংশোধন। সংসদে প্রয়োজন সংখ্যাগরিষ্ঠতা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আশা প্রধান বিরোধী দল বিজেপিকে রাজি করিয়ে সংসদে সংশোধিত বিমা ও পেনশন বিল পাস করাতে পারবেন তিনি। সংশোধিত বিমা আইনের বিলে, সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের বিরুদ্ধে গিয়েই বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সেই ইস্যুতেই আটকে যেতে পারে বিলটি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আশা, বিদেশি পুঁজির প্রয়োজনীয়তার কথা প্রধান বিরোধী দলকে বোঝাতে পারবেন তিনি।

Updated By: Oct 6, 2012, 09:58 PM IST

সংশোধিত বিমা ও পেনশন বিল সংসদে পাস করানোর বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। মুম্বইয়ে শনিবার তিনি জানিয়েছেন, বিমা ও পেনশন ক্ষেত্রে প্রচুর বিদেশি পুঁজির প্রয়োজন। তাঁর আশা, সেকথা তিনি বিরোধীদের বোঝাতে পারবেন তিনি। আগামী দিনে আর্থিক ক্ষেত্রে আরও সংস্কারমুখী পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।  
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনেই বিদেশি বিনিয়োগের জন্য খুলে দেওয়া গিয়েছে খুচরো পন্যের বাজার। কিন্তু, বিমা ও পেনশন ক্ষেত্রে বিদেশি পুঁজি আনতে চাই আইন সংশোধন। সংসদে প্রয়োজন সংখ্যাগরিষ্ঠতা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আশা প্রধান বিরোধী দল বিজেপিকে রাজি করিয়ে সংসদে সংশোধিত বিমা ও পেনশন বিল পাস করাতে পারবেন তিনি। সংশোধিত বিমা আইনের বিলে, সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের বিরুদ্ধে গিয়েই বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সেই ইস্যুতেই আটকে যেতে পারে বিলটি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আশা, বিদেশি পুঁজির প্রয়োজনীয়তার কথা প্রধান বিরোধী দলকে বোঝাতে পারবেন তিনি।
আগামী দিনে আরও আর্থিক সংস্কারের পক্ষেও সওয়াল করেছেন  কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর মতে বাজার অর্থনীতির পরিস্থিতি এখনও সর্বাত্মক বৃদ্ধির অনুকূলে আসেনি। সেলক্ষ্যেই আরও সংস্কার প্রয়োজন।
তবে আর্থিক সংস্কারের জেরে মুদ্রাস্ফীতির সম্ভাবনার কথা মেনে নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন ডিজেলের মূল্যবৃদ্ধির মতো সংস্করের সিদ্ধান্তগুলির ফলে তাৎক্ষণিকভাবে দ্রব্যমূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে বাজার চাঙ্গা হলে মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

.