ভারতরত্ন জননায়কের মৃত্যুত পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ভারতে

ভারতরত্ন নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করল ভারত। ম্যান্ডেলার মৃত্যুর পর ক্যাবিনেটের ডাকা বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারি বলেন, ম্যান্ডেলা শুধু নিজের প্রজন্মের নয়, সব সময়ের সবথেকে বড় জননায়ক। জাতিবিদ্বেষকে গুঁড়িয়ে দিতে ম্যান্ডেলার ভূমিকা সারা দুনিয়ার কাছে আদর্শ। দক্ষিণ আফ্রিকার সঙ্গে শোক পালন করছে সারা ভারত। আজ বৈঠকে পাঁচ দিন রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Updated By: Dec 6, 2013, 07:25 PM IST

ভারতরত্ন নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করল ভারত। ম্যান্ডেলার মৃত্যুর পর ক্যাবিনেটের ডাকা বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারি বলেন, ম্যান্ডেলা শুধু নিজের প্রজন্মের নয়, সব সময়ের সবথেকে বড় জননায়ক। জাতিবিদ্বেষকে গুঁড়িয়ে দিতে ম্যান্ডেলার ভূমিকা সারা দুনিয়ার কাছে আদর্শ। দক্ষিণ আফ্রিকার সঙ্গে শোক পালন করছে সারা ভারত। আজ বৈঠকে পাঁচ দিন রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯৯০ সালে ভারতের সর্বোচ্চ ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। জননায়কের মৃত্যুর খবর দিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, "আফ্রিকা তার সবথেকে প্রিয় সন্তানকে হারাল। দেশের মানুষ পিতৃহারা হল। ম্যান্ডেলার মনুষ্যত্ব, ভালবাসা, স্বাধীনতার জন্য অক্লান্ত আন্দোলন তাঁকে ম্যান্ডেলা বানিয়েছে।"

শুধু ভারত নয়, জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রও। প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, "ম্যান্ডেলা আর আমাদের সঙ্গে নেই...সব সময়ে রয়েছেন।" ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, "বিশ্বের সেরা আলো নিভে গেল। ম্যান্ডেলা শুধু আমাদের সময়ের নায়ক নন, উনি কিংবদন্তী। স্বাধীন দক্ষিণ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট। স্বাধীনতা ও ন্যায়ের জন্য অনেক সহ্য করেছেন ম্যান্ডেলা।"

.