অপেক্ষা হয়ত আর মাত্র ১০ বছর, জনসংখ্যায় চিনকে টেক্কা দিয়ে এক নম্বর হওয়ার পথে ভারত

অপেক্ষা আর মাত্র এক দশক। তার মধ্যেই চিনকে টেক্কা দিয়ে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ হতে চলেছে ভারত। অন্তত এমনটাই অনুমান রাষ্ট্রপুঞ্জের।

Updated By: Jul 31, 2015, 05:09 PM IST
 অপেক্ষা হয়ত আর মাত্র ১০ বছর, জনসংখ্যায় চিনকে টেক্কা দিয়ে এক নম্বর হওয়ার পথে ভারত

ওয়েব ডেস্ক: অপেক্ষা আর মাত্র এক দশক। তার মধ্যেই চিনকে টেক্কা দিয়ে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ হতে চলেছে ভারত। অন্তত এমনটাই অনুমান রাষ্ট্রপুঞ্জের।

ওয়ার্ল্ড পপুলেশন ট্রেন্ডের ভিত্তিতে তৈরি রিপোর্টের অন্যতম প্রধান ইঙ্গিত এটাই।

পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল দুই দেশ চিন ও ভারতের জনসংখ্যা বেশ কিছুদিন আগেই ১০০ কোটি ছাড়িয়ে গেছে। এই মুহূর্তে চিনের জনসংখ্যা ভারতের থেকে বেশ কিছুটা বেশি।

কিন্তু রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির নিরিখে চিনকে পিছনে ফেলে দিয়েছে ভারত। ফলে ২০২২ সালের মধ্যেই হয়ত চিনকে এ ক্ষেত্রে পিছনে ফেলবে এই দেশ।

আগে ভাবা হয়েছিল চিনকে টেক্ষা দিতে ভারতের ২০২৮ সাল অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু নয়া রিপোর্ট পাল্টে দিল সব হিসেবই।

এই তালিকায় খুব শীঘ্রই তিন নম্বরে উঠে আসতে চলেছে নাইজেরিয়া। পিছনে ফেলছে মার্কিন যুক্তরাষ্ট্রকে।

 

.