চিনা অনুপ্রবেশে এবার কড়া পদক্ষেপ ভারতের

Updated By: Sep 21, 2014, 10:22 PM IST
চিনা অনুপ্রবেশে এবার কড়া পদক্ষেপ ভারতের

 

ওয়েব ডেস্ক: চিনা অনুপ্রবেশে এবার কড়া পদক্ষেপ ভারতের। চৈনিক সংবাদিকদের সঙ্গে ভারতীয় সাংবাদিকদের আলোচনা বাতিল হওয়ার পথে। সীমান্ত অনুপ্রবেশ নিয়ে দুদেশের উষ্ণ সম্পর্কের আবহে এই বৈঠকই প্রথম বলি হচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল। গত ২৪ সেপ্টেম্বর বৈঠকটি হওয়ার কথা ছিল। এ সপ্তাহের শেষে ভারতে আসার কথা ছিল চিনা সম্পাদকদের। দুদেশের সংবাদমহলের মধ্যে প্রতি বছরই এই ধরনের মতের আদানপ্রদানের অনুষ্ঠান হয়।

কিন্তু, এ বছর সেই বৈঠক না হওয়ার সম্ভাবনাই জোরালো হচ্ছে। অনুষ্ঠানটির উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে, কোনও কারণ দেখানো হয়নি। সরকারি তরফে শুধুমাত্র এক লাইনের ফ্যাক্সে জানানো হয়েছে, চিনা সম্পাদকদের ভারতে আসার অনুমতি বাতিল করা হচ্ছে। যদিও কেন্দ্রের তরফে কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। চব্বিশ তারিখের অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে ভারতীয় সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন উদ্যোক্তারা।

.