চিনের সঙ্গে পাল্লা দিতে মানবসম্পদকে কাজে লাগাতে চান নরেন্দ্র মোদী

ভারত-চিন বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের দিনই চিনের সঙ্গে পাল্লা দেওয়ার কথা তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে চিনের সঙ্গে পাল্লা দিতে হলে মানবসম্পদের দক্ষতা বাড়াতে হবে। বাড়াতে হবে কাজের গতি আর বড় করে ভাবার ক্ষমতা। আজ চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও চিনের বিদেশমন্ত্রীর আজ বৈঠক করার কথা।

Updated By: Jun 9, 2014, 11:54 AM IST

ভারত-চিন বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের দিনই চিনের সঙ্গে পাল্লা দেওয়ার কথা তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে চিনের সঙ্গে পাল্লা দিতে হলে মানবসম্পদের দক্ষতা বাড়াতে হবে। বাড়াতে হবে কাজের গতি আর বড় করে ভাবার ক্ষমতা। আজ চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও চিনের বিদেশমন্ত্রীর আজ বৈঠক করার কথা।

প্রধানমন্ত্রী হওয়ার পর রবিবার প্রথম বাসভবন থেকে বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদী। সাত নম্বর রেসকোর্স রোড থেকে প্রথম বক্তব্য রাখার দিনেই তিনি টেনে আনলেন চিনের উন্নয়ন প্রসঙ্গ। তাঁর বক্তব্য, চিনের সঙ্গে পাল্লা দিতে প্রয়োজন কাজের গতি, আরও বড় করে ভাবার ক্ষমতা এবং দক্ষতা।

পাশাপাশি, দেশের উন্নয়নে সরকারি নীতি নির্ধারণে বুদ্ধিজীবী এবং বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকার ওপর জোর দিয়েছেন নরেন্দ্র মোদী। সাত নম্বর রেসকোর্সে বই প্রকাশ অনুষ্ঠানে দেশের পতাকার রঙ তুলে ধরে সবুজ বিপ্লব, দুধের উত্পাদন এবং সৌরশক্তির ব্যবহার বৃদ্ধিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। যুব সমাজের কর্মদক্ষতা বাড়াতে উদ্যোগের কথাও বলেছেন নরেন্দ্র মোদী। রবিবারই চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বৈঠক করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। সেদিনই চিনের উন্নয়নের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা টানা তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

.