নিরাপত্তা ও যাত্রী সুরক্ষায় ভারতীয় রেলে ড্রোন ক্যামেরা

নিরপত্তা ব্যবস্থা সুরক্ষিত করতে এবার ড্রোন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ইতিমধ্যেই দেশের প্রতিটি জোনকে এই ক্যামেরা কেনার নির্দেশ দেওয়া হয়েছে রেল মন্ত্রক থেকে। নির্দেশ পাওয়া মাত্রই পশ্চিম-মধ্য রেলজোন ড্রোন ক্যামেরা কিনে তা ব্যবহারেও শুরু করেছে।

Updated By: Jan 8, 2018, 09:46 PM IST
নিরাপত্তা ও যাত্রী সুরক্ষায় ভারতীয় রেলে ড্রোন ক্যামেরা

নিজস্ব প্রতিবেদন : নিরপত্তা ব্যবস্থা সুরক্ষিত করতে এবার ড্রোন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ইতিমধ্যেই দেশের প্রতিটি জোনকে এই ক্যামেরা কেনার নির্দেশ দেওয়া হয়েছে রেল মন্ত্রক থেকে। নির্দেশ পাওয়া মাত্রই পশ্চিম-মধ্য রেলজোন ড্রোন ক্যামেরা কিনে তা ব্যবহারেও শুরু করেছে।

আরও পড়ুন- রাশিয়ার কাছ থেকে ২৪০ শক্তিশালী বোমা কিনছে ভারত

মূলত, নিরাপত্তা ও রেললাইনের উপরে নজরদারি বাড়াতেই এই ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে রেল। এছাড়াও বিভিন্ন এলাকায় কাজের গতি প্রকৃতি দেখার জন্যও ব্যবহার করা হবে এই ড্রোন ক্যামেরা।

গত কয়েক বছর ধরে ভারতীয় রেল, পরিকাঠামো উন্নয়নে ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিয়েছে। ইতিমধ্যেই দেশর অন্যতম স্টেশনগুলিকে ওয়াই-ফাই পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে। এবার সেই তালিকায় আনা হচ্ছে ড্রোনও।

.